-->

Ads Area

জিকে সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী👇

 বাংলা জিকে সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী👇


১। 'নিউট্রন' কে আবিষ্কার করেন?

☞ জেমস চ্যাডউইক।


২। 'নিউমোনিয়া' রোগে মানব দেহের কোন অঙ্গ আক্রান্ত হয়?

☞ ফুসফুস।


৩। কোন জলজ জীব বাতাসে নিঃশ্বাস নেয়?

☞ শুশুক।


৪। 'অ্যানাটমী' কি?

☞ প্রাণীদেহের গঠন কাঠামো।


৫। তরল পদার্থে কোন পদ্ধতিতে তাপ পরিবাহিত হয়?

☞ পরিচালন পদ্ধতিতে।


৬। ক্ষমতার যান্ত্রিক ও ব্যবহারিক একক কি?

☞ অশ্বক্ষমতা।


৭। রক্তকণিকার উৎসস্থল কোথায়?

☞ লাল অস্থিমজ্জা।


৮। পতঙ্গের রক্তকে কি বলে?

☞ হিমোলিম্ফ।


৯। মানবদেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি কি?

☞ প্লীহা।


১০। নিকোটিন কোথায় পাওয়া যায়?

☞ তামাক গাছের পাতায়।


১১। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করে?

☞ ৭১২ খ্রিস্টাব্দে।


১২। তৈমুর লং'এর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন?

☞ তুঘলক বংশীয় শেষ রাজা নাসির উদ্দিন মাহমুদ শাহ।


১৩। 'মনসব' কথাটির অর্থ কি?

☞ পদমর্যাদা।


১৪। ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন?

☞ পর্তুগিজ।


১৫। 'শিখ' কথাটির অর্থ কি?

☞ শিষ্য।


১৬। মোঘল যুগের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী মিয়া তানসেন কি জন্য বিখ্যাত ছিলেন?

☞ 'মেঘ মল্লার' রাগ সৃষ্টির জন্য।


১৭। মোগল যুগে গোলকুণ্ডার খনি থেকে কি কি খনিজ দ্রব্য পাওয়া যেত?

☞ হীরে ও উন্নতমানের লোহা।


১৮। কত খ্রিস্টাব্দে সূরাতে ফরাসিদের প্রথম বাণিজ্যকুঠি প্রতিষ্ঠিত হয়?

☞ ১৬৬৮।


১৯। ডুপ্লে কে ছিলেন?

☞ পদুচেরির ফরাসি শাসনকর্তা।


২০। বন্দিবাসের যুদ্ধ'এ কারা বিজয়ী হয়?

☞ ইংরেজরা।


২১। কোন পর্বতের নাম 'সহ্যাদ্রি'?

☞ পশ্চিমঘাট পর্বতমালা।


২২। 'যোগ' জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?

☞ সরাবতী নদী।


২৩। ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি কাজুবাদাম রপ্তানি করে?

☞ কেরালা।


২৪। 'দলমা' পাহাড় কি দিয়ে তৈরি?

☞ আগ্নেয়গিরির লাভা দিয়ে।


২৫। কোন দেশকে 'মৌসুমী বায়ুর দেশ' বলে?

☞ ভারত।


২৬। পশ্চিমঘাট পর্বতের কোন অংশকে 'বৃষ্টিচ্ছায় অঞ্চল' বলে?

☞ পূর্বাংশ।


২৭। যমুনা নদীর দৈর্ঘ্য কত?

☞ প্রায় ১৩০০ কিলোমিটার।


২৮। সবরমতি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?

☞ আরাবল্লী পর্বতশ্রেণী।


২৯। লুনি নদীর উপনদী কি কি?

☞ সুকরি ও জাওয়াই।


৩০। 'রিখটার স্কেল' কে আবিষ্কার করেন?

☞ চার্লস ফ্রান্সিস রিখটার।


৩১। লোকসভায় কে অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের প্রতিনিধি মনোনীত করতে পারেন?

☞ রাষ্ট্রপতি।


৩২। ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়টি সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত?

☞ কেন্দ্রীয় তালিকা।


৩৩। ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়?

☞ পাঞ্জাব।


৩৪। ভারত সরকারের সব ধরনের চুক্তি কার নামে করা হয়?

☞ ভারতের রাষ্ট্রপতির নামে।


৩৫। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে?

☞ মীরা সাহিব ফতিমা বিবি।


৩৬। কোন কমিটির সুপারিশের ভিত্তিতে 'কেন্দ্রীয় ভিজিলান্স কমিশন' গঠন করা হয়?

☞ শান্তানাম কমিটি (১৯৬২ সাল)।


৩৭। 'মিডটার্ম ইলেকশন' কখন হয়?

☞ পাঁচ বছরের আগে লোকসভা বিধানসভা ভেঙে গেলে।


৩৮। রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান?

☞ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।


Post a Comment

0 Comments

Ads Area