-->

Ads Area

CURRENT AFFAIRS 16/04/2022

 

CURRENT AFFAIRS 16/04/2022

KNOWLEGE 


1.বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়?

ⓐ ৭ই এপ্রিল

ⓑ ৮ই এপ্রিল

ⓒ ৯ই এপ্রিল

ⓓ ১০ই এপ্রিল

উত্তর:: ৭ই এপ্রিল

✦ এবছরের থিম হলো- “Our Planet, Our Health".

 

2.নেদারল্যান্ডসে নতুন টিউলিপ প্রজাতির কী নাম রাখলো ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ?

ⓐ সংহতি

ⓑ মৈত্রী

ⓒ ইন্ডিয়া

ⓓ সংস্কৃতি

উত্তর:: মৈত্রী

 

3.সম্প্রতি Stand-Up India Scheme কত বছর সম্পূর্ণ করলো?

ⓐ ৫ বছর

ⓑ ৪ বছর

ⓒ ৬ বছর

ⓓ ৭ বছর

উত্তর:: ৬ বছর

✦ এই স্কিমটি লঞ্চ করা হয়েছিল ২০১৬ সালের ৫ই এপ্রিল

 

4.Forbes Bllionaires 2022 তালিকায় ভারতের মুকেশ আম্বানির স্থান কত?

ⓐ নবম

ⓑ একাদশ

ⓒ সপ্তম

ⓓ দশম

উত্তর:: দশম

✦ প্রথমস্থানে এলোন মাস্ক, দ্বিতীয় স্থানে জেফ বেজোস

 

5.কোন ছবির জন্য বিবেক অগ্নিহত্রীকে সম্মানিত করলো Ohio State Senate?

ⓐ RRR

ⓑ KGF 2

ⓒ Shudra The Rising

ⓓ The Kashmir Files

উত্তর:: The Kashmir Files

 

6.সম্প্রতি এলোন মাস্ক টুইটারের কত শতাংশ শেয়ার কিনলেন ২.৮ বিলিয়ন ডলারের পরিবর্তে?

ⓐ ৪.৫%

ⓑ ৯.২%

ⓒ ৬.৭%

ⓓ ৮.১%

উত্তর:: ৯.২%

 

7.মহিলাদের নিরাপদ যাতায়াতের সুবিধা প্রদান করতে ‘She Auto’ স্ট্যান্ডস চালু করলো কোন রাজ্য?

ⓐ গুজরাট

ⓑ অন্ধ্রপ্রদেশ

ⓒ বিহার

ⓓ মধ্যপ্রদেশ

উত্তর:: অন্ধ্রপ্রদেশ

 

8.সম্প্রতি Aleksandar Vučić কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হলেন?

ⓐ সার্বিয়া

ⓑ কঙ্গো

ⓒ আয়ারল্যান্ড

ⓓ নিউজিল্যান্ড

উত্তর:: সার্বিয়া

✦ রাজধানী- বেলগ্রেড

✦ মুদ্রার নাম- দিনার

 

9.‘Birsa Munda– Janjatiya Nayak’ শিরোনামে বইটি লিখলেন কে?

ⓐ ধর্মেন্দ্র প্রধান

ⓑ নরেন্দ্র মোদী

ⓒ প্রফেসর অলোক চক্রবাল

ⓓ নারায়ণ চন্দ্র

উত্তর:: প্রফেসর অলোক চক্রবাল

 

10.এক্স সার্ভিসম্যানদের জন্য 'Him Prahari' স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ হিমাচলপ্রদেশ

ⓑ উত্তরাখণ্ড

ⓒ জম্মু কাশ্মীর

ⓓ অন্ধ্রপ্রদেশ

উত্তর:: উত্তরাখণ্ড

✦ রাজধানী- দেরাদুন ও Gairsain

✦ মুখ্যমন্ত্রী- পুষ্কর সিং ধামি


THANK YOU👍👍👍👍


Post a Comment

0 Comments

Ads Area