13 MAY CURRENT AFFAIRS
KNOWLEGE : প্রশ্ন এবং উত্তর উত্তরগুলি নীচে দেখুন। সমস্ত বিষয় পরীক্ষা পরীক্ষা এবং সাধারণ কুইজে জিজ্ঞাসা করা প্রশ্ন অনুসারে কভার করা হয়। এটি GK দক্ষতা উন্নত করবে এবং বিষয়গত জ্ঞানও বাড়াবে।1. সম্প্রতি পরম বিশিষ্ট সেবা মেডেল দ্বারা সম্মানিত হলেন কে?
ⓐ এস. রাজু
ⓑ মনোজ পান্ডে
ⓒ জাতিস্মর শর্মা
ⓓ শিবাঙ্গী সিং
উত্তর:: মনোজ পান্ডে
❍ তিনি ভারতের বর্তমান সেনা প্রধান
2.ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ রাজীব কুমার
ⓑ বিনীত গোয়েল
ⓒ পরম শর্মা
ⓓ নির্মল দুবে
উত্তর:: রাজীব কুমার
3.ভারতে প্রথম "Village of Honey" হতে চলেছে মাংঘর গ্রামটি, এটি কোন রাজ্যে অবস্থিত?
ⓐ কেরালা
ⓑ কর্ণাটক
ⓒ মহারাষ্ট্র
ⓓ তামিলনাড়ু
উত্তর:: মহারাষ্ট্র
❍ মূলত মধু সংক্রান্ত পর্যটনের বিকাশ ঘটাতে এই উদ্যোগ সরকারের
4.৫০০০ মিটার রেসে বাহাদুর প্রসাদের ৩০ বছর আগের রেকর্ড ভেঙ্গে দিলেন কে?
ⓐ অভিনাশ সবল
ⓑ মুহাম্মদ আনাস
ⓒ শ্রীনিবাস গৌড়া
ⓓ মুরালি কুত্তন
উত্তর:: অভিনাশ সবল
❍ এটি সম্পূর্ণ করতে মোট সময় নিয়েছেন ১৩:২৫.৬৫
5.ভারতের প্রথম বায়ো গ্যাস চালিত বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশনের উদ্বোধন করা হলো কোথায়?
ⓐ দিল্লি
ⓑ মুম্বাই
ⓒ চেন্নাই
ⓓ গান্ধীনগর
উত্তর:: মুম্বাই
6.২০২২-২৪ সালের জন্য Association of Asian Election Authorities(AAEA)-এ সভাপতিত্ব করবে কোন দেশ?
ⓐ আমেরিকা
ⓑ ভারত
ⓒ জাপান
ⓓ চীন
উত্তর:: ভারত
7.সম্প্রতি Ranil Wickremesinghe কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন?
ⓐ নেপাল
ⓑ থাইল্যান্ড
ⓒ মায়ানমার
ⓓ শ্রীলঙ্কা
উত্তর:: শ্রীলঙ্কা
❍ রাজধানী- শ্রী জয়বর্ধনপুর কোট্টে এবং কলম্বো
❍ মুদ্রার নাম- শ্রীলঙ্কান রুপি
8.12th IBA Womens World Boxing Championships শুরু হলো কোথায়?
ⓐ লন্ডন
ⓑ ইস্তানবুল
ⓒ বিশেখ
ⓓ কাবুল
উত্তর:: ইস্তানবুল
❍ এটি তুর্কির একটি শহর
9.প্রথম এশিয়ান দেশ হিসাবে NATO Cyber Defence Group-এ যোগদান করলো কে?
ⓐ দক্ষিণ কোরিয়া
ⓑ ভারত
ⓒ ইন্দোনেশিয়া
ⓓ মালদ্বীপ
উত্তর:: দক্ষিণ কোরিয়া
10.সম্প্রতি প্রয়াত বিশ্বের সবথেকে প্রবীণ দাবা গ্র্যান্ড মাস্টার Yuri Averbakh, তিনি কোন দেশের নাগরিক ছিলেন?
ⓐ আমেরিকা
ⓑ সুইডেন
ⓒ রাশিয়া
ⓓ নরওয়ে
উত্তর:: রাশিয়া
❍ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ১০০ বছর
THANK YOU☝👍👍
https://www.youtube.com/channel/UCJ23eqzjoZ6_OOrT0A-lGBQ