8th May Bengali Current Affairs
1.‘Vehicle Movement Tracking System’ মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ বিহার
ⓑ হরিয়ানা
ⓒ রাজস্থান
ⓓ উত্তরাখণ্ড
উত্তর:: হরিয়ানা
● রাজধানী- চণ্ডীগড়
2.TVS Motor কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
ⓐ অজয় ভট্ট
ⓑ বিজন কুমার
ⓒ সুদর্শন ভেনু
ⓓ মুকুন্দ হালদার
উত্তর:: সুদর্শন ভেনু
3.৩ লক্ষ ছাত্রছাত্রীদের ট্যাব প্রদান করতে 'e-Adhigam' স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ কেরালা
ⓑ মহারাষ্ট্র
ⓒ তামিলনাড়ু
ⓓ হরিয়ানা
উত্তর:: হরিয়ানা
● দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাব প্রদান করা হবে সঙ্গে ২ জিবি ইন্টারনেট
4.৮০০০ মিটারের বেশি উচ্চতা সম্পন্ন পাঁচটি পর্বত শৃঙ্গ জয়কারী প্রথম ভারতীয় মহিলা কে?
ⓐ ছন্দা গায়েন
ⓑ প্রিয়াঙ্কা মোহিতে
ⓒ অরুণিমা সিনহা
ⓓ বাচেন্দ্রি পাল
উত্তর:: প্রিয়াঙ্কা মোহিতে
● তিনি Tenzing Norgay Adventure Award 2020 দ্বারা সম্মানিত হয়েছিলেন
5.হরিয়ানার জন্য KheloIndia Youth Games 2021-এর ম্যাসকট কোনটি?
ⓐ Dhakad
ⓑ Shera
ⓒ Binny
ⓓ Joy
উত্তর:: Dhakad
● অফিসিয়াল ম্যাসকট হলো ‘Jaya’ এবং ‘Vijay’
● এই গেমস এটি হরিয়ানায় অনুষ্ঠিত হবে
6.‘Mukhyamantri Muft Sewer Connection Yojana’ লঞ্চ করলো কোন সরকার?
ⓐ কর্ণাটক
ⓑ দিল্লি
ⓒ ছত্তিশগড়
ⓓ উত্তরপ্রদেশ
উত্তর:: দিল্লি
7.সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে ভারতে সর্বাধিক লিঙ্গানুপাত লক্ষ্য করা গেছে কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলে?
ⓐ অরুণাচল প্রদেশ
ⓑ লাদাখ
ⓒ জম্মু-কাশ্মীর
ⓓ কেরালা
উত্তর:: লাদাখ
● প্রতি ১০০০ জন পুরুষ অনুযায়ী মহিলা জন্ম সংখ্যা ১১০৪ জন
● দ্বিতীয় স্থানে রয়েছে অরুণাচল প্রদেশ(১০১১ জন) এবং তৃতীয় স্থানে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (৯৮৪ জন)
8.বিশ্বের দীর্ঘতম কাঁচের ব্রিজ ‘White Dragon’, কোন দেশে চালু করা হলো?
ⓐ চীন
ⓑ নেদারল্যান্ডস
ⓒ ভিয়েতনাম
ⓓ সুইডেন
উত্তর:: ভিয়েতনাম
● রাজধানী- হ্যানয়
● মুদ্রার নাম- ডং
9.গুজরাটে ৩ দিন ব্যাপী Heath Summit-এর উদ্বোধন করলেন কে?
ⓐ নরেন্দ্র মোদী
ⓑ অমিত শাহ
ⓒ রাজনাথ সিং
ⓓ মানসুখ মান্ডভিয়া
উত্তর:: মানসুখ মান্ডভিয়া
10.Ministry of Electronics & Information Technology (MeitY)-এর সেক্রেটারী পদে নিযুক্ত হলেন কে?
ⓐ তপন কাপুর
ⓑ অলকেশ কুমার শর্মা
ⓒ অজিত প্যাটেল
ⓓ ভুবন বালাম
উত্তর:: অলকেশ কুমার শর্মা
THANK YOU👍👍👍