আজ বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা PDFটি শেয়ার করছি, যেটিতে ভারতের বিভিন্ন ক্ষেত্র এবং সেগুলিতে নিযুক্ত প্রথম মহিলাদের নামের তালিকা লিপিবদ্ধ করা হল। বিভিন্ন Competitive Exam-এ এই অংশ থেকে প্রশ্ন আসে। যেমন:- ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? প্রথম মহিলা রাষ্ট্রপতি কে?
ক্ষেত্র প্রথম
মহিলা
প্রথম ভারতীয় মিসওয়ার্ল্ড মহিলা |
রিতা ফারিয়া |
সুপ্রিমকোর্টে প্রথম মহিলা বিচারপতি |
মিসেস মিরা সাহিব ফাতিমা বিবি |
থম মহিলা রাষ্ট্রদূত |
মিসঃ সি. বি. মুথাম্মা |
প্রথম মহিলা প্রধানমন্ত্রী |
শ্রীমতি ইন্দিরা গান্ধী |
মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা |
বাচেন্দ্রি পাল |
স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল বা গভর্নর |
সরোজিনী নাইডু |
মাউন্ট এভারেস্টে দু-বার ওঠা প্রথম মহিলা |
সন্তোষ যাদব |
ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি |
অ্যানি বেসান্ত |
হাইকোর্টে প্রথম মহিলা প্রধান বিচারপতি |
লীলা শেঠ |
ভারতীয় বিমানবাহিনীতে প্রথম মহিলা পাইলট |
হরিতা কাউর দয়াল |
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় প্রথম মহিলা সভাপতি |
বিজয়লক্ষ্মী পন্ডিত |
রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী |
সুচেতা কৃপালনী |
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে প্রথম মহিলা চেয়ারম্যান |
রোজ মিলিয়ন বেথিউ |
প্রথম মহিলা ডি. জি. পি. |
কাঞ্চন চৌধুরী ভট্টাচারিয়া |
প্রথম মহিলা লেফট্যান্যান্ট জেনারেল |
পুনিটা আরোরা |
প্রথম মহিলা এয়ার ভাইস মার্শাল |
পি. বন্দ্যোপাধ্যায় |
ইন্ডিয়ান্স এয়ারলাইন্স-এ প্রথম মহিলা চেয়ারপারসন |
সুষমা চাওলা |
প্রথম মহিলা আই. পি. এস অফিসার |
কিরণ বেদি |
দিল্লিতে প্রথম এবং শেষ প্রথম মহিলা শাসক |
রাজিয়া সুলতানা |
প্রথম মহিলা অশোক চক্র প্রাপক |
নীরজা ভানোট |
ইংলিশ চ্যানেল পার করা প্রথম মহিলা |
আরতি সাহা |
প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক |
মাদার টেরেসা |
প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক |
শ্রীমতি ইন্দিরা গান্ধী |
প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক |
আশাপূর্ণা দেবী |
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত এই https://www.knowlege.in/পাতায় চোখ রাখুন।