আজ জাতি সংঘ প্রশ্ন উত্তর PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে জাতিসংঘ সম্পর্কিত যাবতীয় তথ্য বাংলা ভাষাতে উপস্থাপন করা হয়েছে। এখান থেকে প্রতিবারেই পরীক্ষায় প্রশ্ন আসে; যেমন:- জাতি সংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতি সংঘের বর্তমান মহাসচিব কে? ইত্যাদি।
জাতি সংঘ সম্পর্কিত প্রশ্ন উত্তর
- সন্মিলিত জাতিপুঞ্জ একটি আন্তর্জাতিক সংগঠন যার উদ্দেশ্য হল - বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা।
- সন্মিলিত জাতিপুঞ্জের পুর্বসুরী সংস্থার নাম - জাতি সংঘ বা লিগ অফ নেশন্স।
- সন্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল - ২৪শে অক্টোবার, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালে সদস্য ছিল - ৫১ টি রাষ্ট্র।
- বর্তমানে জাতিপুঞ্জে সদস্য সংখ্যা- ১৯৩ ।
- নবীনতম (১৯৩ তম) সদস্য রাষ্ট্র - দক্ষিণ সুদান, যোগ দেয় ২০১১ সালে ১৪ই জুলাই।
- সন্মিলিত জাতিপুঞ্জের সদরদপ্তর - নিউ ইয়র্কে।
- সন্মিলিত জাতিপুঞ্জের প্রধান অঙ্গ ছ'টি- ১)সাধারণ সভা, ২)নিরাপত্তা পরিষদ, ৩)অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,৪) অছি পরিষদ, ৫)আন্তর্জাতিক আদালত এবং ৬) সচিবালয়।
- সাধারণ সভা - প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভার সদস্য।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ৫টি, যথা- মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইংল্যান্ড এবং ফ্রান্স। এছাড়াও ১০ টি অস্থায়ী সদস্য থাকে।
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য ৫৪ টি রাষ্ট্র যারা সাধারণ সভা কর্তৃক ৩ বছরের জন্য নির্বাচিত হয়।
- অছি পরিষদের ভূমিকা শেষ হয়ে গেছে ১৯৯৪ সালে।
- আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। বিচারপতি আছেন ১৫ জন। তাদের মেয়াদ ৯ বছর করে।
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত এই https://www.knowlege.in/পাতায় চোখ রাখুন।
THANK YOU☝☝
হোয়াটসঅ্যাপে যুক্ত হোন -https://chat.whatsapp.com/Dd4o2E40555F9NnVGXr196
PDF DOWNLOAD করো
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇