আজ ভারতের রাজ্য পশু ও পাখির তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপশু ও রাজ্যপাখির নামের তালিকা বাংলায় দেওয়া হয়েছে। ভারত সম্পর্কে জিকের অন্যতম একটি অংশ হিসাবে বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ক্ষেত্র থেকে মাঝে মধ্যেই প্রশ্ন এসে থাকে। যেমন:- পশ্চিমবঙ্গের রাজ্যপশু কী? উড়িষ্যার রাজ্যপাখির নাম কী? ইত্যাদি।
রাজ্য পশু ও পাখির তালিকা
রাজ্য রাজ্যপশু রাজ্যপাখি
পশ্চিমবঙ্গ মেছো বিড়াল সাদা গলা মাছরাঙ্গা
উড়িষ্যা সম্বর হরিণ ইন্ডিয়ান রোলার
ত্রিপুরা ফ্যায়র্স ল্যাঙ্গুর সবুজ পায়রা
আসাম একশৃঙ্গ গন্ডার বাদি হাঁস
গুজরাট এশীয় সিংহ গ্রেটার ফ্ল্যামিঙ্গো
সিকিম লাল পান্ডা রক্তমৌর বা তিতির
উত্তরাখন্ড কস্তুরী হরিন হিমালয়ের মোনাল
উত্তরপ্রদেশ বারশিঙ্গা জলা হরিণ সারস
বিহার গৌর বা বনগরু চড়ুই
অন্ধ্রপ্রদেশ কৃষ্ণসার হরিন ভারতীয় রোলার
ঝাড়খন্ড ভারতীয় হাতি কোকিল
মেঘালয় মেঘলা চিতা পাহাড়ি ময়না
মিজোরাম হিমালয়ান সেরো তিতির পাখি
অরুণাচলপ্রদেশ মিথুন গ্রেট হর্নবিল
মহারাষ্ট্র বৃহৎ কাঠবিড়ালি সবুজ পায়রা
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত এই https://www.knowlege.in/ পাতায় চোখ রাখুন।
THANK YOU☝☝
হোয়াটসঅ্যাপে যুক্ত হোন -https://chat.whatsapp.com/Dd4o2E40555F9NnVGXr196
PDF DOWNLOAD