![]() |
বিশ্বের বৃহত্তম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন |
আজ বিশ্বের বৃহত্তম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, । ভারতের ইতিহাস ও
সাধারণ জ্ঞানের বিষয় হিসাবে এখান থেকে প্রায়ই চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন:- বিশ্বের বৃহত্তম
হ্রদ (মিষ্টি জল) কাকে বলা? বিশ্বের বৃহত্তম দেশ (আয়তন কাকে বলা হয় ? ইত্যাদি।
বিশ্বের বৃহত্তম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
■ বিশ্বের বৃহত্তম মহাদেশ : এশিয়া,
■ বিশ্বের বৃহত্তম পাখি : অস্ট্রিচ,
■ বিশ্বের বৃহত্তম প্রাণী : নীল তিমি,
■ বিশ্বের বৃহত্তম মহাসাগর জলাধার : গ্র্যান্ডকুলী - কংক্রীট জলাধার (আমেরিকা),
■ বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ : সুন্দরবন (ভারত)
■ বিশ্বের বৃহত্তম মরুভূমি : সাহারা (আফ্রিকা)
■ বিশ্বের বৃহত্তম দ্বীপ : গ্রীনল্যান্ড (সুমেরু মহাসাগর)
■ বিশ্বের বৃহত্তম অরণ্য : কনিফেরাস ফরেস্ট (উত্তর সি আই এস),
■ বিশ্বের বৃহত্তম হ্রদ (মিষ্টি জল) : সুপিরিয়র হ্রদ (কানাডা-আমেরিকা)
■ বিশ্বের বৃহত্তম হ্রদ (নোনা জল) : ক্যাসপিয়ান সাগর
■ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র : ভারত
■ বিশ্বের বৃহত্তম মন্দির : অঙ্কোরভাট মন্দির (কাম্পুচিয়া),
■ বিশ্বের বৃহত্তম মসজিদ : জামা মসজিদ, দিল্লি (ভারত),
■ বিশ্বের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম : গোরক্ষপুর (উত্তরপ্রদেশ) 1300 মিটার
■ বিশ্বের বৃহত্তম সমুদ্র : দক্ষিণ চিন সমুদ্র,
■ বিশ্বের বৃহত্তম সমুদ্র পাখি : আলবাত্রোস,
■ বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা : এতোশা রিজার্ভ (দক্ষিণ-পশ্চিম আফ্রিকা)
■ মহাকাব্য : মহাভারত,
■ বিশ্বের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম রেলপথ : ট্রান্স-সাইবেরিয়া রেলপথ
■ বিশ্বের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম রেলপথ নদী (দৈর্ঘ্যে) : নীল,
■ বিশ্বের বৃহত্তম প্রাচীর : চীনের প্রাচীর,
■ বিশ্বের বৃহত্তম নগর (আয়তন) : মাউন্ট ঈশা, কুইন্সল্যান্ড (অস্ট্রেলিয়া, 41225 বর্গ কিমি)
■ বিশ্বের বৃহত্তম নগর (জনসংখ্যা) : টোকিও (জাপান)
■ বিশ্বের বৃহত্তম দেশ (আয়তন) : রাশিয়া,
■ বিশ্বের বৃহত্তম দেশ (জনসংখ্যা) : চিন,
■ বিশ্বের বৃহত্তম জলাধার : গ্রান্ড: বি (আমেরিকা),
■ বিশ্বের বৃহত্তম সমাধি : গোল গম্বুজ (ভারত),
■ বিশ্বের বৃহত্তম সেচ প্রকল্প : লয়েড ব্যারেজ (পাকিস্তান)
■ বিশ্বের বৃহত্তম লাইব্রেরি : ন্যাশানাল কেইভ লাইব্রেরি (সি আই এস),
■ বিশ্বের বৃহত্তম মিউজিয়াম : অ্যামেরিকা মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টি, নিউইয়র্ক,
■ বিশ্বের বৃহত্তম মহাসাগর : প্রশান্ত মহাসাগর,
■ বিশ্বের বৃহত্তম মহাসাগর রাজপ্রাসাদ : ভ্যাটিকান (ইতালি)
PDF DOWNLODE
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত এই https://www.knowlege.in/ পাতায় চোখ রাখুন।