-->

Ads Area

বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন তালিকা

আজ ভারতের বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে পরাধীন ভারতের গুরুত্বপূর্ণ বিদ্রোহ ও আন্দোলন সম্পর্কিত তথ্য রয়েছে। ইতিহাসের অংশ হিসাবে পরীক্ষায় এখান থেকে বার বার প্রশ্ন আসে। যেমন:- চুয়াড় বিদ্রোহ কবে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? ইত্যাদি।


ভারতের বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন তালিকা
 ভারতের বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন তালিকা 

 বিদ্রোহ ও আন্দোলন তালিকা

 

বিদ্রোহ

 

সাল

নেতাগণ

 

সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ

১৭৬০-১৮০০

ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী

 

চুয়াড় বিদ্রোহ

১৭৬৯-৯৯

জগন্নাথ সিং, দুর্জন সিং, রানি শিরোমণি

 

রংপুর বিদ্রোহ

১৭৮৩

নুরুলুদ্দিন

 

পাইক বিদ্রোহ

 

১৮১৭-১৮

বিদ্যাধর মহাপাত্র

 

কোল বিদ্রোহ

১৮২০-৩৩

সুই মুন্ডা, কিন্দরাই মানকি, জোয়া ভগত

 

ওয়াহাবী আন্দোলন

 

১৮২২

তিতুমীর, সৈয়দ আহমেদ

 

সাঁওতাল বিদ্রোহ

১৮৫৫

সিধু, কানু, ভৈরব

 

সিপাহী বিদ্রোহ

১৮৫৭

মঙ্গল পান্ডে, তাঁতিয়া তোপী, নানা সাহেব, লক্ষ্মীবাঈ

 

নীল বিদ্রোহ

১৮৫৯-৬০

বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মন্ডল, দিগম্বর বিশ্বাস

হোমরুল আন্দোলন

১৯১৬-১৭

অ্যানিবেসান্ত, বাল গঙ্গাধর তিলক

 

রাওলাট সত্যাগ্রহ

১৯১৯

মহাত্মা গান্ধী, সত্যপাল

 

খিলাফত আন্দোলন

 

১৯১৯-২২

মহাত্মা গান্ধী, শওকত আলি, লিয়াকত আলী

ফরাজী আন্দোলন

১৮০৪

দুদুমিয়া

অসহযোগ আন্দোলন

১৯২০-২২

গান্ধীজি

আইন অমান্য আন্দোলন

১৯৩০

গান্ধীজি

ভারত ছাড় আন্দোলন

১৯৪২

গান্ধীজি

 

নৌ বিদ্রোহ

১৯৪৬

 

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত খবরা খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে যুক্ত হন 👇👇👇 রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত এই https://www.knowlege.in/পাতায় চোখ রাখুন। THANK YOU☝☝ হোয়াটসঅ্যাপে যুক্ত হোন -https://chat.whatsapp.com/Dd4o2E40555F9NnVGXr196 PDF DOWNLOAD করো 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://www.knowlege.in/

Post a Comment

0 Comments

Ads Area