-->

Ads Area

জীবন বিজ্ঞান Oneliner প্রশ্ন ও উত্তর

                                                                                                              Part 02

জীবন বিজ্ঞান Oneliner প্রশ্ন ও উত্তর


জীবন বিজ্ঞান Oneliner  প্রশ্ন ও উত্তর



                                                                    knowledgeyogi.in


👉পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে যে গ্যাসটি পাওয়া যায়, সেটি হল নাইট্রোজেন।

👉পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বিয়োজক হল ব্যাকটেরিয়া।

👉প্রোক্যারিওট জীবেরা N2 সংবন্ধন ঘটাতে পারে।
👉ক্লসট্রিডিয়াম ও অ্যাজোব্যাক্টর হল স্বাধীনজীবী ব্যাকটেরিয়া।
👉শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাসরীতিকে বলাহয় সিমবায়োসিস।

👉মটর গাছের মূলে বসবাসকারী জীবাণুটি হল রাইজোবিয়াম ।

👉কলসপত্রী উদ্ভিদটি নাইট্রোজেনের ঘাটতি মেটাতে পতঙ্গ ভক্ষণ করে।

👉সকল উৎপাদকই হল স্বভোজী।
👉 বাতাসে নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ হল 78.9।
👉অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেনের যৌগগুলি হল NO2, NO, HNO3 |
👉মিথোজীবী নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী রঞ্জকটি হল লেগহিমোগ্লোবিন।
👉শুঁটি জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটিতে যে পাদানটি বৃদ্ধি পায় তা হল নাইট্রোজেন।
👉নাইট্রোজেন মোচনকারী একটি ব্যাকটেরিয়া থায়োব্যাসিলাস।
👉 ওজোন গহ্বর সৃষ্টিতে দায়ী নাইট্রোজেনঘটিত যৌগটি হল NO ও NO
👉একটি নাইট্রোজেনঘটিত গ্রিনহাউস গ্যাস হল N2O।
👉বিশ্ব অ্যাজমা দিবস পালিত হয় 5 মে।
👉খাদ্যশৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধি ঘটনাকে বলে বায়োম্যাগনিফিকেশন।
👉মাটি দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয় কেঁচোর ।
👉জৈব রূপে বিয়োজিত হয় না প্লাসটিক।
👉160dB তীব্রতার শব্দে মানুষ সম্পূর্ণভাবে বধিরতা হয়ে যায়।
👉 শব্দ দূষণের ফলে সৃষ্টি হয় শারীরিক ও মানসিক উভয় প্রকারের রোগ।
👉 DDT হল এক প্রকার ইনসেক্টিসাইড।
👉মাটির দূষণ ঘটায় তাপবিদ্যুৎকেন্দ্রের ফ্লাই অ্যাশ।
👉পুনঃচক্রীকরণ সম্ভব নয় কয়লার।
👉জৈববিবর্ধনের সঙ্গে সম্পর্কযুক্ত কীটনাশকটি হল DDT ।
👉ইউট্রফিকেশন ঘটাতে সাহায্য করে ফসফেটযুক্ত রাসায়নিক সার ও ডিটারজেন্ট।
👉শব্দদূষণ পরিমাপের একক হল ডেসিবেল।
👉 COD এর সাহায্যে পরিমাপ করা হয় জল দূষণের মাত্রা।
👉 CFC নির্গত হয় ফ্রিজ তৈরির কারখানা থেকে।

👉বংশগতির সূত্রাবলি আবিষ্কার করেন মেন্ডেল।
👉 জিন কথাটি প্রথম ব্যবহার করেন জোহানসেন।
👉বিশুদ্ধ বেঁটে মটর গাছের জিনোটাইপ হল tt।

👉মটর গাছের বীজপত্রের হলুদ বর্ণের বৈশিষ্ট্যটি প্রকট।
👉AaBb জিনোটাইপযুক্ত জীবকে টেস্ট ক্রস করলে উৎপন্ন অপত্যগুলির অনুপাত হবে 1:1:1:1 ।
একই জিনের বিভিন্ন রূপগুলি হল অ্যালিন।

👉মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিটি হল XX-XY পদ্ধতি।
👉 ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে বলা হয় লোকাস ।
👉 খর্ব মটর গাছ সবসময়ই হয় হোমোজাইগাস ।
👉মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার টেস্ট ক্রস হল Tt xtt।

👉জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ হল DNA I
👉জীবদেহে বংশগতির একক হল জিন।
👉পুংলিঙ্গের প্রতীক হল O

👉মেন্ডেলের একসংকর জননের F2 জনুতে প্রাপ্ত 1:2:1 অনুপাতটি হল জিনোটাইপিক।
👉প্রচ্ছন্ন জিনের প্রকাশ ঘটে হোমোজাইগাস অবস্থায়।
👉ছাড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ণ পরীক্ষা করেন।
👉মেন্ডেলের সূত্রটি হল স্বাধীনবিন্যাস সূত্র।
👉জনন পরীক্ষার একটি ব্যাক ক্রস হল VvxVVI


-
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত খবরা খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে যুক্ত হন 👇👇👇



  • রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত  এই https://www.knowlege.in/ পাতায় চোখ রাখুন

THANK YOU☝☝

 হোয়াটসঅ্যাপে যুক্ত হোন -https://chat.whatsapp.com/Dd4o2E40555F9NnVGXr196
PDF DOWNLOAD করো

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


Post a Comment

0 Comments

Ads Area