আজ ভাইরাস ঘটিত রোগের নাম তালিকাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে মানবদেহে ভাইরাসের দ্বারা সংক্রামিত রোগের নাম দেওয়া রয়েছে। রোগ গুলির নামের পাশাপাশি রোগের ভাইরাস গুলির নামও উল্লেখ করা হলো এখানে। প্রাণী বিজ্ঞান বা জীব বিজ্ঞানের অন্যতম অধ্যায় হিসাবে এখান থেকে প্রশ্ন আসে; যেমন- পোলিও রোগের ভাইরাসের নাম কী? এইডস কী ঘটিত রোগ? ইত্যাদি।
ভাইরাস ঘটিত রোগের নাম
![]() |
ভাইরাস ঘটিত রোগের নাম |
ভাইরাস ঘটিত রোগের নাম
রোগের নাম |
ভাইরাসের নাম |
ইনফ্লুয়েঞ্জা |
Orthomyxo Virus |
কোভিড-১৯ |
Novel Corona Virus |
হাম |
Measles Virus |
হারপিস |
Herpes Simplex Virus |
পোলিও |
Polio Virus |
মাম্পস |
Mumps Virus |
জলাতঙ্ক |
Rabies Virus |
এইডস |
HIV |