Knowledgeyogi.in
INDIAN HISTORY
প্রাচীন ভারত
অধ্যায়-১
ভারতের
ভৌগোলিক পরিবেশ ও ইতিহাস
![]() |
প্রাচীন ভারত |
১) “ভারতবর্ষ নৃতত্ত্বের যাদুঘর”-বলেছেন ভিনসেন্ট স্মিথ। "Unity in Diversity"
&"Fundamental Unity of India”— ভিনসেন্ট স্মিথ।
২) ভারত হিমালয়ের মানসকন্যা। হিমালয়ের কয়েকটি
গিরিপথ – খাইবার,বোলান, খোজাক, পীরপঞ্জাল, বানিহল। গোমাল,
৩) একাদশ শতাব্দীর শুরুতে আরবীয় পণ্ডিত অলবেরুণী ভারতে এসেছিলেন।
৪) . ৭ম-দ্বাদশ শতাব্দী পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস বর্ণিত আছে—কহুন রচিত ‘রাজতরঙ্গিণী
গ্রন্থে।
৫) পশ্চিমবঙ্গের বেঁড়াচাপা, চন্দ্রকেতুগড়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে।
৬) ‘এলাহাবাদ প্রশস্তি’—সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেন রচিত (সমুদ্রগুপ্তের বিজয়কাহিনী)।
৭) চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি রচিত “আইহোল প্রশস্তি” থেকে জানা যায়
“সকলোত্তর পথনাথ” হর্ষবর্ধন পুলকেশী কর্তৃক পরাজিত হয়েছিলেন।
৮) কলিঙ্গরাজ খারবেলের –“হস্তিগুম্ফালিপি”।
৯) কনৌজরাজ হর্ষবর্ধনের—“তাম্রশাসন” ।
১০) শকরাজ রদ্রদামনের—“জুনাগড় শিলালিপি”।
১১) গৌতমীপুত্র সাতকর্ণীর—“নাসিক শিলালিপি”/“নাসিক প্রশস্তি”।
১২) বোঘাজ কোই) (Boghoz - Koi) - শিলালিপি থেকে আর্যদের ভারতে আগমন কাল জানা যায় ৷
পারস্যের পার্সোপালিস নগরে (রাজধানী) প্রাপ্ত ‘নকস্-ই-রুস্তম’ শিলালিপি থেকে পারসিকদের
উত্তরপশ্চিম ভারতে রাজ্যবিস্তার সম্পর্কে জানা যায় ৷
১৩) অশোকের শিলালিপি ব্রাহ্মী, প্রাকৃত (সারা ভারত) ও খারোষ্ঠী (উত্তর পশ্চিম ভারত) লিপিতে লেখা ৷
১৪) ১৮৩৭ সালে জেমস প্রিন্সেপ অশোকের লিপি পাঠোদ্ধার করেন।
১৫) গুপ্তরাজা প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রায় লক্ষ্মীদেবীর প্রতিকৃতি তাঁর ধর্মমতের পরিচয় বহন করে।
১৬) সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং সঙ্গীত বিদ্যায় পারদর্শী ছিলেন (মুদ্রায় ঘোড়া ও
বীনাবাদনরত ছবি)।
১৭) সাতবাহন রাজারা সামুদ্রিক বাণিজ্যে মনোযোগী ছিলেন (মুদ্রায় জাহাজ)।
১৮) কৌটিল্যের “অর্থশাস্ত্র”।