বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে knowledge.in প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে। আজকের প্রতিবেদনে 27 অক্টোবর, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
![]() |
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স |
1) সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন-
শিগেরু ইসিবা।
2) নারী শিক্ষার উন্নতির জন্য ‘নিজুত ময়না’ নামের স্কিম উদ্বোধন করেছে- আসাম সরকার।
3)সম্প্রতি পরিবেশগত শিক্ষা ও গবেষণার জন্য জলবায়ু ইনস্টিটিউট চালু করেছে- আমেদাবাদ বিশ্ববিদ্যালয়।)
4)প্রথমবার বিশ্ব পিকলবল চ্যাম্পিয়ন শিপের আয়োজনকারী দেশ হল- ভারত।
5) ওস্তাদ আলাউদ্দিন খান উৎসবের সূচনা হচ্ছে- মধ্যপ্রদেশে।
6) সম্প্রতি কিশোর কুমার সম্মানে সম্মানিত হবেন- রাজকুমার হিরানি।
7)ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বানজারা বিরাসাত মিউজিয়ামের উদ্বোধন করলেন- মহারাষ্ট্রে।
8)জুনিয়র ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে শুটিং বিভাগে সোনা জিতেছেন- দিবাংশী।
9)ভারতের বৃহত্তম হাইড্রোজেন বিল্ডিং প্রকল্প শুরু করেছে- আদানি গ্রুপ।
10)সম্প্রতি UK -এর ঘোষণা অনুযায়ী তাদের অধীনস্থ চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব হস্তান্তর করবে- মরিশাসকে।
Also read: R recruitment CIL MT 2024: Coal India Limited (CIL) 2024 Notification Out for 640 Posts
Also read: 26 অক্টোবর, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
Also read: Sai Rcruitment 2024