-->

Ads Area

পশ্চিমঘাট পর্বত (Western Ghats Mountain) ক্যুইজ

 

ক্যুইজ : পশ্চিমঘাট পর্বত (Western Ghats Mountain) 




() পশ্চিমঘাট পর্বতমালার দৈর্ঘ্য কত

[A] ১২০০ কিমি 

[B] ১৬০০ কিমি 

[C] ২০০০ কিম

[D] ২৫০০ কিমি- 


১৬০০ কিমি

 

() কত সালে পশ্চিমঘাট পর্বতমালা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে?

 [A] ২০১০ সালে 

[B] ২০১২ সালে 

[C] ২০১৪ সালে

[D] ২০১৬ সালে


 ২০১২ সালে


() পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি

[A] অগস্ত্যকূটম 

[B] কলসুবাই 

[C] দোদাবেতা 

[D] আনাইমুদি


 আনাইমুদি


() পশ্চিমঘাট পর্বতমালার সবচেয়ে প্রশস্ত গ্যাপ কোনটি

[A] গোয়া গ্যাপ

[B] সেনগোট্টাই গ্যাপ 

[C] নীলগিরি গ্যাপ

[D] পালঘাট গ্যাপ -


পালঘাট গ্যাপ,


 () পশ্চিমঘাট পর্বতমালার কোন শৃঙ্গ 'মহারাষ্ট্রের এভারেস্ট' নামে পরিচিত?

 [A] কলসুবাই

[B] ভাগামন 

[C] দেবীমালা 

[D] প্রতাপগড়


কলসুবাই


 () পশ্চিমঘাট পর্বতের কোন শৃঙ্গটি কর্ণাটক রাজ্যের উচ্চতম শৃঙ্গ

[A] মুলানগিরি 

[B] কুদ্রেমুখ 

[C] ব্রহ্মগিরি

[D] স্কন্দগিরি


মুলানগিরি


 () পশ্চিমঘাট পর্বতের কোন বিখ্যাত ফুল প্রতি ১২ বছর অন্তর একবার ফোটে?

 [A] ব্রহ্ম কমল

[B] মালাভিরিঞ্জি ফুল

[C] কুরিঞ্জি ফুল 

[D] রেবে ফুল


  কুরিঞ্জি


 () পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্গত পুষ্পগিরি বন্যপ্রাণ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত

[A] মহারাষ্ট্র 

[B] গোয়া 

[C] কর্ণাটক 

[D] কেরালা


কর্ণাটক


 () পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করা দীর্ঘতম নদী কোনটি

[A] কৃষ্ণা 

[B] গোদাবরী 

[C] কাবেরী

[D] তুঙ্গভদ্রা 


গোদাবরী,


(১০) পশ্চিমঘাট পর্বতমালার গড় উচ্চতা কত?

 [A] ৯০০ মিটার 

[B] ১২০০ মিটার 

[C] ১৬০০ মিটার 

[D] ২০০০ মিটার


  ১২০০ মিটার।

 

 

Post a Comment

0 Comments

Ads Area