11th December 2024 Current Affairs in Bengali || ১১ ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স||
![]() |
১১ ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
1. বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় ১০ ই ডিসেম্বর এবছররে থিম -" our right,our future, right now"
2. বুরকিনা ফাসোর প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন Rimtalba jean Emmanuel ouedraogo।
3. ভারতকে ৫৯ রানে পরাজিত করে U19 Men's Asia cup 2024 জিতল বাংলাদেশ।
4. "Innovative products Development "এর জন্য 3rd PSU Transformation award জিতল solar energy corporation of India কোম্পানি।
5. সম্প্রতি Air help কর্তৃত্ব বিশ্বের সেরা এয়ারলাইন্স হিসাবে মর্যাদা পেলো Brussels airlines।
6. সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন পদ থেকে পদত্যাগ করেন Bashar al-Assad।
7. রাজস্থান এ সর্দার বল্লভভাই প্যাটেল এর মূর্তি উন্মোচন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
8. মহারাষ্ট্র বিধানসভার নতুন স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বের নির্বাচিত হলেন রাহুল নার্ভেকার।
9. ভারতের রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হলেন রেভিনিউ সেক্রেটারি সঞ্জয় মালহোত্রা।
10. ভারতের জন্মকালিন লিঙ্গনুপাত ৯১৮ থেকে ২০২৩-২৪ এ বেড়ে হলো ৯৩০।