||1st December 2024 Current Affairs in Bengali || ১ পইলা ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স||
![]() |
||1st December 2024 Current Affairs in Bengali || ১ পইলা ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স|| |
❖ পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ADP ও IGP হিসেবে নিযুক্ত হয়েছেন বিনোদ কুমার গোয়েল।
❖ ONGC-এর
Director for Strategy and Corporate Affair
হিসেবে নিযুক্ত হয়েছেন অরণ্যংশু সরকার।
❖ মধ্যপ্রদেশে ২৮ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সুরেশ কুমার কাইত।
❖ আগামী বছর থেকে 20 শে আগস্ট দিনটাকে
'Sootea Day' হিসেবে পালন করবে আসাম সরকার।
❖ 10th World FZO World Congress 2024 অনুষ্ঠানিত হলে দুবাইতে।
❖ ভারতেরPayment Passkey Service চালু করেছে Mastercard।
❖ রাজস্থানে 'Yudh
Abhyas 2024' নামে যৌথ সামরিক মহড়া শুরু করলো ভারত আমেরিকা।
❖ IBSF World 6-Red Snooker Championship 2024-এ আপনার মেডেল জিতেন কমল চাওলা।
❖ 2026 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডের গ্লাসসোতে।
❖ ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মিশেল বর্ণিয়ার