-->

Ads Area

24th ad 25th December 2024 Current Affairs in Bengali || ২৪-২৫ ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স||

 24th and 25th   December 2024 Current Affairs in Bengali || ২৪-২৫ ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স||




1. পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ADP IGP হিসেবে নিযুক্ত হয়েছেন বিনোদ কুমার গোয়েল।

 

2. ONGC-এর Director for Strategy and Corporate  Affair হিসেবে নিযুক্ত হয়েছেন অরণ্যংশু সরকার।

 

3. মধ্যপ্রদেশে ২৮ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সুরেশ কুমার কাইত।

 

4. আগামী বছর থেকে 20 শে আগস্ট দিনটাকে 'Sootea Day' হিসেবে পালন করবে আসাম সরকার।

 

5. 10th World FZO World Congress 2024 অনুষ্ঠানিত হলে দুবাইতে

 

6. ভারতেরPayment Passkey Service চালু করেছে  Mastercard

 

7. রাজস্থানে 'Yudh Abhyas 2024' নামে যৌথ সামরিক মহড়া শুরু করলো ভারত আমেরিকা।

 

8. IBSF World 6-Red Snooker Championship  2024- আপনার মেডেল জিতেন কমল চাওলা।

 

9. 2026 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডের গ্লাসসোতে।

 

10. ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মিশেল বর্ণিয়ার


11.  অটল বিহারী বাজপাই জন্মদিন উপলক্ষে Good Government day পালন করা হয় ২৫

ডিসেম্বর।

 

12.  ২০২৫ সালে প্রথমবার ISSF Juniar world cup হোস্ট করবে ভারত

 

13.  হিমাচল প্রদেশের হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি জি এস

সন্ধ্যাওয়ালিয়া।

 

14.  ২০২৫ সালের প্রজাপতি দিবসের থিম হলো swarnim bharat virasant aur vikas

 

15.  ভূপালে অনুষ্ঠিত senior National shooting championship সোনার মেডেল জিতলেন

সাহু তুষার মানে।

16.  2024 world's most powerful women list ২৮ তম স্থানে রয়েছেন ভারতের অর্থমন্ত্রী

নির্মলা সীতারামন।

 

17.  National human right communication এর নবম চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামসুব্রহ্মাণ্যন।

 

18.  মধ্যপ্রদেশকে go to global destination for 2025 হিসেবে স্বীকৃতি দিল Wall Street journal

 

19.  Women's Kabaddi World Cup 2025 অনুষ্ঠিত হবে ভারতে।

 

20.  সম্প্রতি এন্টি ড্রপিং নিয়ম লঙ্ঘন করেন দু বছরের জন্য সাসপেন্ড হলেন রাশিয়ার টেনিস

খেলোয়াড় Dnaiil savelev

Post a Comment

0 Comments

Ads Area