28th December 2024 Current Affairs in Bengali || ২৮ ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স||
● ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরুণীশ চাওলা।
● বিহার রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন আরিফ মোঃ খান।
● জাতীয় উৎসব গুলি সম্পর্কে তথ্যের সুবিধাজনক অ্যাক্সেস দেওয়ার জন্য Rashtraparv নামে ওয়েবসাইট এবং এপ্লিকেশন লোন করলেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং।
● সম্প্রতি প্রয়াত মনমোহন সিং ছিলেন ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রী।
● Jammu and Kashmir Bank এর নতুন MD এবং CEO হিসাবে নিযুক্ত হলেন অমিতাভ চ্যাটার্জি।
● North East bankers conclave 2024 অনুষ্ঠিত হলো ত্রিপুরার আগরতলায়।
● কাতারের দোহাতে অনুষ্ঠিত Asian junior weightlifting championship এ দুটোর রূপ এবং একটি ব্রোঞ্জ মেডেল জিতেন ভারতীয় ভারোওলক মার্টিন দেবী মাইবাম।
● IWWA 2024 তে sports icon of India হিসেবে সম্মানিত হলেন ভারতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আশালতা দেবী।
● ২০২৪ সালে শীর্ষ রেমিটেন্স গ্রহণকারী দেশের তাকমা পেলেন ভারত।