-->

Ads Area

2nd December 2024 Current Affairs in Bengali || ২ ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স||

||2nd December 2024 Current Affairs in Bengali || ২  ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স||


2nd December 2024 Current Affairs in Bengali || ২ ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


❖ আন্তর্জাতিক অনুবাদ দিবস পালিত হয় ৩০শে সেপ্টেম্বর, এ বছরের থিম হলো “Translation, an Art Worth Protecting”।

❖ ভারতের বিশ্ববিদ্যালয়ের প্রথম আদিবাসী উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন বিনয় কুমার সোরেন।

❖ উত্তরপ্রদেশে মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অপর্ণা যাদব। 

❖ ২০২৪-২৭ মেয়াদের জন্য Asian Organisation ofSupreme Audit Institutions (ASOSAI)-এরচেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভারতের CAG  গিরিশ চন্দ্র মূর্মু।

১৫ জন নার্সকে National Florence NightingaleAwards 2024 প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

❖ ICC Lifetime Achievement Award 2023-এ সম্মানিত হলেন দীপক সি মেহতা।

❖ Global Cybersecurity Index 2024-এ Tier 1-এরয়েছে ভারত।

❖ শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন Anura Kumara Dissanayake।

❖ মোহনবাগান কে পরাজিত করে প্রথম ডুরান্ড কাপ জিতলো নর্থ ইস্ট ইউনাইটেড FC।

❖ গুজরাটে গান্ধীনগরে 4th Global Renewable Energy Investor's Meet and Expo (RE-INVEST)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Post a Comment

0 Comments

Ads Area