3rd December 2024 Current Affairs in Bengali || ৩ ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স||
∎ 16th Assembly of the Asian Organization of Supreme Audit Institutions (ASOSAI)-এর 16th Assembly of the Asian Organization of Supreme Audit Institutions (ASOSAI)-এর উদ্বোধন করলেন - রাষ্ট্রপতি দ্রপ্রতি মুর্মু।
∎ আন্তর্জাতিক সৌর জোটের ১০১ তম সদস্য হিসেবে যোগদান করেছে- নেপাল।
∎ 54th
GST Council Meeting-এ ক্যান্সারের ওষুধের উপর GST হার 12% থেকে কমিয়ে করা হয়ছে - 5%।
∎ সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'x' ব্যন করেছে -ব্রাজিল।
∎ সম্প্রতি ১০৮ বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী পুরস্কারে প্রাপ্ত অর্গানিক ফার্মার - Pappammal।
∎ উজবেকিস্তানের সাথে
Bilateral Investment Treaty (BIT) স্বাক্ষর করলো- ভারত।
∎ দলীপ ট্রফি ২০২৪ জিতল - India A টিম।
∎ "Sri Rama in Tamilagam – An inseparable
bond" শিরোনামে বই লিখলেন - ড. ডি. কে. হরি এবং ড. ডি. কে. হেমা হরি ।
∎ The
6th India-Saudi Joint Committee Meeting অনুষ্ঠিত হল - রিয়াদে।
∎ হিন্দি দিবস পালন করা হয় -১৪ই সেপ্টেম্বর।