ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী
আজকের পোস্টে ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তালিকা শেয়ার করলাম। । বিভিন্ন পরীক্ষাতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? আসামের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী
রাজ্য |
প্রথম মুখ্যমন্ত্রী |
অন্ধ্র (State) |
টাঙ্গুতুরি প্রকাশম |
হায়দ্রাবাদ (State) |
এম কে ভেলোদি |
অন্ধ্রপ্রদেশ (United) |
নীলম সঞ্জীব রেড্ডি |
অন্ধ্রপ্রদেশ (Separated) |
এন চন্দ্রবাবু নাইডু |
তেলেঙ্গানা |
কে চন্দ্রশেখর রাও |
অরুণাচল প্রদেশ |
প্রেম খান্ডু তুঙ্গন |
আসাম |
গোপীনাথ বরদৌলে |
বিহার |
কৃষ্ণ সিনহা |
ছত্তিশগড় |
অজিত যোগী |
দিল্লী |
চৌধুরী ব্রহ্ম প্রকাশ |
গোয়া, দমন ও দিউ (UT) |
দয়ানন্দ বন্দোদকর |
গোয়া |
প্রতাপ সিংহ রানে |
গুজরাট |
জীবরাজ নারায়ণ মেহতা |
হরিয়ানা |
পণ্ডিত ভগবত দয়াল শর্মা |
হিমাচল প্রদেশ |
যশবন্ত সিং পারমার |
ঝাড়খন্ড |
বাবু লাল মারান্ডি |
কর্ণাটক |
কে সি রেড্ডি |
কেরালা |
ই এম এস নাম্বুদিরিপাদ |
মধ্যপ্রদেশ |
রবিশঙ্কর শুক্লা |
মহারাষ্ট্র |
যশবন্তরাও বলওয়ান্তরাও চ্যবন |
মণিপুর |
মাইরেম্বাম কোইরেঙ্গ সিং |
মেঘালয় |
ডব্লু . এ. সাংমা |
মিজোরাম |
Ch. Chhunga |
নাগাল্যান্ড |
P. Shilu Ao |
ওড়িশা |
হরেকৃষ্ণ মহাতাব |
পাঞ্জাব (United) |
গোপী চাঁদ ভার্গব |
পাঞ্জাব (after division of Haryana) |
গুরমুখ সিং মুসাফির |
রাজস্থান |
হীরালাল শাস্ত্রী |
সিকিম |
কাজী লেন্দুপ দর্জি |
তামিলনাড়ু |
সি এন আন্নাদুরাই |
ত্রিপুরা |
সচিন্দ্র লাল সিং |
উত্তর প্রদেশ |
গোবিন্দ বল্লভ পন্থ |
উত্তরাখন্ড |
নিত্যানন্দ স্বামী |
পশ্চিমবঙ্গ |
প্রফুল্লচন্দ্র ঘোষ |