GK Part-03;
যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও
উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে
তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত
করে তুলতে পারবে।
1. কত সালে
সর্বপ্রথম পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন বিধিবদ্ধ হয়
?
উত্তরঃ
১৯৫৭ সালে।
2. NABARD কবে গঠন করা
হয় ?
উত্তরঃ
১৯৮২ সালে।
3. সংবিধানে 'গান্ধীবাদী
নীতি' কোথায় বর্ণিত আছে ?
উত্তরঃ
নির্দেশাত্মক নীতি।
4. রড কোশ
গঠনে কোন ভিটামিন সাহায্য
করে ?
উত্তরঃ
ভিটামিন এ।
5. 'দেবী চন্দ্র
গুপ্তম' নাটকটির রচয়িতা কে ?
উত্তরঃ
বিশাখ দত্ত।
6. চোল বংশের
সর্বশ্রেষ্ঠ রাজার নাম কি ?
উত্তরঃ
প্রথম রাজেন্দ্র চোল।
7. ভারতের কোন
অঞ্চলে তিনটি মরশুমে ধান উৎপাদিত হয়
?
উত্তরঃ
ব্রহ্মপুত্র উপত্যকা।
8. হর্ষবর্ধনের রাজধানী
কোথায় ছিল ?
উত্তরঃ
কনৌজ।
9. ভরের নিত্যতা
সূত্র কে আবিষ্কার করেন
?
উত্তরঃ
ল্যাভয়সিয়ে।
10. কোন শহরকে
ভারতের বস্টন (Boston of India) বলা হয় ?
উত্তরঃ
আহমেদাবাদকে।