-->

Ads Area

GK Part-03

 

 GK  Part-03; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

 

 GK  Part-03

1. কত সালে সর্বপ্রথম পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন বিধিবদ্ধ হয়

উত্তরঃ ১৯৫৭ সালে। 

 

2. NABARD কবে গঠন করা হয়

উত্তরঃ ১৯৮২ সালে। 

 

3. সংবিধানে 'গান্ধীবাদী নীতি' কোথায় বর্ণিত আছে

উত্তরঃ নির্দেশাত্মক নীতি। 

 

4. রড কোশ গঠনে কোন ভিটামিন সাহায্য করে

উত্তরঃ ভিটামিন এ। 

 

5. 'দেবী চন্দ্র গুপ্তম' নাটকটির রচয়িতা কে ?

উত্তরঃ বিশাখ দত্ত। 

 

6. চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কি ?

উত্তরঃ প্রথম রাজেন্দ্র চোল। 

 

7. ভারতের কোন অঞ্চলে তিনটি মরশুমে ধান উৎপাদিত হয়

উত্তরঃ ব্রহ্মপুত্র উপত্যকা। 

 

8. হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল

উত্তরঃ কনৌজ। 

 

9. ভরের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন ?

উত্তরঃ ল্যাভয়সিয়ে।

 

10. কোন শহরকে ভারতের বস্টন (Boston of India) বলা হয় ?

উত্তরঃ আহমেদাবাদকে।

 

Tags

Post a Comment

0 Comments

Ads Area