খুবই গুরুত্বপূর্ণ কিছু বাংলা জিকে প্রশ্ন শেয়ার করলাম, যেগুলি তোমাদের বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। তাই আর দেরী না করে প্রশ্ন ও উত্তর গুলো দেখে নাও।
Bangla GK Questions ::
ভারতকে
'নৃতত্বের জাদুঘর' কে বলেছেন ?
Ans: ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।
ভারতের
প্রাচীনতম জাদুঘর কোনটি ?
Ans: ভারতীয় জাদুঘর।
দিগদর্শন
পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
Ans: ক্লার্ক মার্শম্যান।
তিস্তা
নদীর পশ্চিম ভাগ কে কি
বলে ?
Ans: তরাই।
ভারতীয়
রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয়
?
Ans: ১৯৪৯ সালে।
স্বাধীন
ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
Ans: চক্রবর্তী রাজাগোপালাচারি।
সত্যশোধক
সমাজ কে প্রতিষ্ঠা করেন
?
Ans: জ্যোতিরাও ফুলে।
GDP এর
পূর্ণরূপ কি ?
Ans: Gross Domestic Product.
আয়তনের
নিরিখে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
Ans: রাজস্থান।
মেঘনাদবধ
কাব্যের রচয়িতা কে ?
Ans: মাইকেল মধুসূদন দত্ত।
আইরিশ
মানব শরীরের কোন অংশে অবস্থিত
?
Ans: চোখ।
সহ্যাদ্রি
পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত
?
Ans: মহারাষ্ট্র।
শার্লক
হোমস চরিত্রটি কার সৃষ্টি ?
Ans: আর্থার কোনান ডয়েল।
ফল নিয়ে গবেষণা সংক্রান্ত
বিজ্ঞানকে কি বলে ?
Ans: পোমোলজি।
পশ্চিমবঙ্গে
কতগুলি জেলা আছে ?
Ans: ২৩টি।
বৌদ্ধ
ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত
?
Ans: পালি ভাষায়।
অশ্বঘোষ
কার রাজসভার শোভাবর্ধন করেন ?
Ans: কণিষ্ক।
এশিয়ার
আলো কাকে বলা হয়
?
Ans: গৌতম বুদ্ধকে।