-->

Ads Area

GK Part-04

 খুবই গুরুত্বপূর্ণ কিছু বাংলা জিকে প্রশ্ন শেয়ার করলাম, যেগুলি তোমাদের বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। তাই আর দেরী না করে প্রশ্ন উত্তর গুলো দেখে নাও।

 


 Bangla GK Questions ::

ভারতকে 'নৃতত্বের জাদুঘর' কে বলেছেন ?

Ans: ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।

 

ভারতের প্রাচীনতম জাদুঘর কোনটি ?

Ans: ভারতীয় জাদুঘর।

 

দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

Ans: ক্লার্ক মার্শম্যান।

 

 তিস্তা নদীর পশ্চিম ভাগ কে কি বলে ?

Ans: তরাই।

 

 ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয় ?

Ans: ১৯৪৯ সালে।

 

 স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?

Ans: চক্রবর্তী রাজাগোপালাচারি। 

 

 সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

Ans: জ্যোতিরাও ফুলে।

 

 GDP এর পূর্ণরূপ কি ?

Ans: Gross Domestic Product.

 

 আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?

Ans: রাজস্থান।

 

মেঘনাদবধ কাব্যের রচয়িতা কে ?

Ans: মাইকেল মধুসূদন দত্ত।

 

আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত ?

Ans: চোখ।

 

 সহ্যাদ্রি পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত ?

Ans: মহারাষ্ট্র।

 

 শার্লক হোমস চরিত্রটি কার সৃষ্টি ?

Ans: আর্থার কোনান ডয়েল।

 

ফল নিয়ে গবেষণা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে ?

Ans: পোমোলজি।

 

 পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে ?

Ans: ২৩টি।

 

বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত ?

Ans: পালি ভাষায়।

 

 অশ্বঘোষ কার রাজসভার শোভাবর্ধন করেন ?

Ans: কণিষ্ক।

 

 এশিয়ার আলো কাকে বলা হয় ?

Ans: গৌতম বুদ্ধকে।

 

Tags

Post a Comment

0 Comments

Ads Area