-->

Ads Area

GK Part-06

 

আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ।





 

 ভানুসিংহকার ছদ্মনাম ?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর। 

 

 ক্ষরিত পদার্থের ভাণ্ডার বলা হয়

উত্তরঃ গলগিবডিকে। 

 

 অরনিথিন চক্রের মাধ্যমে কোথায় ইউরিয়া উৎপন্ন হয় ?
উত্তরঃ যকৃৎ। 

 

 পিত্তরস কোথায় তৈরি হয় ?

উত্তরঃ যকৃৎ। 

 

 মানুষের কয় জোড়া লালাগ্রন্থি থাকে ?

উত্তরঃ জোড়া। 

 

 গবলেট কোষ কোথায় থাকে ?

উত্তরঃ ক্ষুদ্রান্ত্রে। 

 

 পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ?

উত্তরঃ তিনটি। 

 

 তথ্যের অধিকার আইন কবে কার্যকর হয় ?

উত্তরঃ ২০০৫ সালে। 

 

 সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ?

উত্তরঃ এম ফাতিমা বিবি। 

 

 ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তরঃ ডঃ এস. রাধাকৃষ্ণণ।

Tags

Post a Comment

0 Comments

Ads Area