-->

Ads Area

GK Part-11

 

আজ শেয়ার করছিGK  Part-11; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি

জিকে প্রশ্ন উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার

প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে। 

 


1. আসামের চৈতন্য কাকে বলা হয়

উত্তরঃ শঙ্করদেব। 

 

2. গৌড়েশ্বর উপাধি কে গ্রহণ করেছিলেন

উত্তরঃ লক্ষণ সেন। 

 

3. চন্দননগরে কুটির নির্মিত হয় কত সালে

উত্তরঃ ১৬৮৮ সালে। 

 

4. সন্দীপ বিদ্রোহ কোথায় হয়েছিল

উত্তরঃ নোয়াখালিতে। 

 

5. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করা হয় কত সালে

উত্তরঃ ১৮৭৮ সালে। 

 

6. দাগ হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন

উত্তরঃ আলাউদ্দিন খলজি। 

 

7. জাতিপুঞ্জের সদরদপ্তর কোথায় অবস্থিত

উত্তরঃ নিউইয়র্কে। 

 

8. সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন

উত্তরঃ ১৭বার। 

 

9. ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন

উত্তরঃ ইন্দিরা গান্ধী। 

 

10. গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ‍্যে অবস্থিত

উত্তরঃ মধ্যপ্রদেশ। 

 

Tags

Post a Comment

0 Comments

Ads Area