-->

Ads Area

List of units of measurement in Physics ( বিভিন্ন ভৌত রাশির একক তালিকা )

 

List of units of measurement in Physics 

আজ বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভৌত  বা পদার্থ বিজ্ঞানের অন্যতম একটি অংশ এটি। তাই রাশির একক তালিকা থেকে প্রশ্ন আসে।যেমনCGS পদ্ধতিতে লীন তাপের একক কী? SI পদ্ধতিতে ভরের একক কীইত্যাদি।

 


      List of units of measurement in Physics 

(  বিভিন্ন ভৌত রাশির একক তালিকা )

ভৌত রাশি

SI একক

CGS একক

দৈর্ঘ্য/দুরত্ব

মিটার

সেন্টিমিটার

ভর

কিলোগ্রাম

গ্রাম

ত্বরণ

মিটার/বর্গ সেকেন্ড

সেন্টিমিটার/বর্গ সেকেন্ড

সরণ

মিটার

সেন্টিমিটার

চাপ

নিউটন/বর্গ মিটার বা পাস্কাল

ডাইন/বর্গ সেন্টিমিটার

বল

নিউটন

ডাইন

ক্ষমতা

ওয়াট বা জুল/সেকেন্ড

আর্গ/সেকেন্ড

শক্তি/কার্য

জুল

আর্গ

তড়িদাধান

কুলম্ব

***

রোধ

ওহম

***

পদার্থের পরিমান

মোল

***

রোধাঙ্ক

ওহম-মিটার

ওহম-সেমি

তড়িৎ বিভব

ভোল্ট

***

কম্পাঙ্ক

***

হার্জ

তড়িৎ প্রবাহ

অ্যাম্পিয়ার

স্ট্যাট অ্যাম্পিয়ার

কম্পাঙ্ক

***

হার্জ

উষ্ণতা

কেলভিন

সেলসিয়াস

তাপ

জুল

ক্যালোরি

দীপন প্রাবল্য

ক্যান্ডেলা

***

কোণ

রেডিয়ান

***

জলসম

কিলোগ্রাম

গ্রাম

লীন তাপ

জুল/কিলোগ্রাম

ক্যালোরি/গ্রাম

 

 

 

Post a Comment

0 Comments

Ads Area