-->

Ads Area

Madhyamik Physical Science Suggestion 2025 মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৫ |

 

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৫ | Madhyamik Physical Science Suggestion 2025




  • মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৫
  • MCQ
  • এককথায় উত্তর
  • শূন্যস্থান পূরণ
  • 2 Marks & 3 Marks

প্রিয় ছাত্র-ছাত্রী, প্রকাশিত হলো ২০২৫ সালের মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ভৌত বিজ্ঞান সাজেশন টি শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য খুবই কার্যকরী হবে।

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৫

যেকোনো বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য পাঠ্য পুস্তক পড়া অত্যন্ত জরুরী, টেক্সট বই খুঁটিয়ে পড়ার বিকল্প কিছু হয় না। বিগত কয়েক বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন অনুসরণ করে ২০২৫ সালের মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশনে প্রস্তুত করা হয়েছে।  টিম নলেজ -র অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা

অধ্যায় অনুযায়ী কিছু কিছু প্রশ্ন দেওয়া হলো, তবে মূল পিডিএফ টিতে সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছে।

 

অধ্যায়ঃ (১ম, ২য় ৩য়): [পরিবেশের জন্য ভাবনা]; [গ্যাসের আচরণ]; [রাসায়নিক গণণা]

একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান- )


1) বাষ্পঘনত্বের একক কী?
উত্তরঃ এটি একটি একক বিহীন রাশি।


2) নাইট্রোজেনের গ্রাম-আণবিক ওজন কত?
উত্তরঃ 28g


3) STP -তে গ্যাসের মোলার আয়তন কত?
উত্তরঃ 22.4 L


4) মোল কীসের একক?
উত্তরঃ মোল পদার্থের পরিমাণের একক।


5) উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের অনুগুলির গতি শক্তির কীরূপ পরিবর্তন ঘটে?
উত্তরঃ গতিশক্তি বৃদ্ধি পায়।

 

6) আদর্শ গ্যাস কাকে বলে?
উত্তরঃ যেসব গ্যাস বয়েল চার্লসের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে।


7) বয়েল চার্লসের সূত্র দুটোতেই কোন্ ভৌত রাশি কে ধ্রুবক ধরা হয়?
উত্তরঃ গ্যাসের ভার।


8) পরমশূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের চাপ কত?
উত্তরঃ শূন্য।


9) স্থির আয়তনের নির্দিষ্ট ভরের গ্যাসের চাপের সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কী?
উত্তরঃ স্থির আয়তনের নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ সেটির পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক।


10) চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কী কী?
উত্তরঃ চার্লসের সূত্রে ধ্রুবক দুটি হল গ্যাসের চাপ গ্যাসের ভর।


11) অ্যামোনিয়ার অণু কোন কোন মৌলিক পদার্থের পরমাণুর দ্বারা গঠিত?
উত্তরঃ অ্যামোনিয়ার অণু নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত।


12) পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কী বলে?
উত্তরঃ পরমাণু।


13) বায়োগ্যাসের প্রধান উপাদান কী?
উত্তরঃ মিথেন।

 

অধ্যায়ঃ (৪র্থ, ৫ম): [তাপের ঘটনাসমূহ]; [আলো]

 

একটি বাক্যে উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান- )


1) একটি উত্তল লেন্সকে উলম্বভাবে সমান দুটি অংশে কেটে দুভাগ করা হলে, ওই উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি না হ্রাস পাবে?


উত্তরঃ ফোকাস দূরত্ব বৃদ্ধি পাবে।


2) কোন্ আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশিও কোন আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
উত্তরঃ লালু বেগুনি।


3) আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও।
উত্তরঃ রামধনু।


4) রেটিনার মূল কাজ কী?
উত্তরঃ বস্তুর প্রতিবিম্ব গঠন করা।


5) মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়
উত্তরঃ রেটিনাতে।


6) লেন্সের মুখ্য ফোকাস বিন্দুর সংখ্যা কয়টি?
উত্তরঃ দুটি।


7) আপাতন কোণের মান কত হলে, প্রতিসরণে কৌণিক বিচ্যুতির মান সর্বাধিক হবে?
উত্তরঃ 90°


8) কোন্ বর্ণের প্রতিসরাঙ্ক নিদির্ষ্ট মাধ্যমের ক্ষেত্রে সর্বাধিক?
উত্তরঃ বেগুনি বর্ণের।
9) মোটরগাড়ির ভিউ ফাইন্ডার কোন্ ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
উত্তরঃ উত্তল দর্পণ।


10) মোটরগাড়ির হেডলাইটে কোন্ ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
উত্তরঃ অধিবৃত্তীয় দর্পণ।


11) দন্ত চিকিৎসক কোন্ ধরনের দর্পণ ব্যবহার করেন?
উত্তরঃ অবতল দর্পণ।


12) কঠিন পদার্থের মধ্য দিয়ে কোন্ পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়?
উত্তরঃ কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন করা হয়।

 

অধ্যায়ঃ (৬ষ্ঠ, ৭ম): [চলতড়িৎ]; [পরমাণুর নিউক্লিয়াস]

 

একটি বাক্যে উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান- )


1) হাইড্রোজেন বোমা বিস্ফোরণে কোন্ নিউক্লিয় বিক্রিয়া ঘটে?
উত্তরঃ নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে।


2) কোন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে ইউরেনিয়াম বোমা প্রস্তুত করা হয়
উত্তরঃ নিউক্লিয় বিভাজন।


3) পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সাহায্যে শক্তি উৎপাদিত হয়
উত্তরঃ নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার সাহায্যে।


4) সবচেয়ে হালকা তেজস্ক্রিয় আইসোটোপের নাম লেখো।
উত্তরঃ ট্রিটিয়াম।


5) ফ্লেমিং-এর বামহস্ত নিয়মানুসারে বুড়ো আঙ্গুল দিয়ে কোন্ রাশিকে বোঝানো হয়?
উত্তরঃ তড়িৎবাহী তারের উপর বল।


6) রোধের ব্যবহারিক একক কী?
উত্তরঃ রোধের ব্যবহারিক একক ওহম।

 

অধ্যায়ঃ (৮ম, ৯ম, ১০ম): [পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা]; [আয়নীয় সমযোজী বন্ধন]; [তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া]

একটি বাক্যে উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান- )


1) পিতলের চামচের উপর সিলভারের তড়িৎলেপনে তড়িদবিশ্লেষ্য হিসেবে কী নেওয়া হয়?
উত্তরঃ পটাশিয়াম সায়ানাইডের জলীয় দ্রবণ।


2) একটি মৃদু তড়িৎবিশ্লেষ্য ক্ষারের নাম লেখো।
উত্তরঃ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড।


3) মিথেনের অণুতে কতগুলি সমযোজী একবন্ধন আছে
উত্তরঃ 4 টি।


4) দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি যৌগের নাম লেখ যার অনুতে কার্বন, হাইড্রোজেন অক্সিজেন নেই?
উত্তরঃ খাদ্যলবন (NaCl)


5) পর্যায়-সারণির দ্বিতীয় পর্যায়ে উপস্থিত তীব্রতম জারক পদার্থটির নাম লেখো।
উত্তরঃ ফ্লুরিন।


6) কোন্ হ্যালোজেনের পারমাণবিক আকার সবচেয়ে ছোটো?
উত্তরঃ ফ্লুরিন।


7) সর্বোচ্চ আয়নন শক্তি সম্পন্ন মৌলটির নাম চিহ্ন লেখো।
উত্তরঃ হিলিয়াম (He)


8) সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল কোনটি?
উত্তরঃ ফ্লুরিন (F)


9) সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি
উত্তরঃ হিলিয়াম।


10) তরল হ্যালোজেন মৌল কোনটি
উত্তরঃ ব্রোমিন

 

File Details:-

File Name:-2025 মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২025[www.knowlege.in]
File Format:- PDF
Quality:- High
File Size:- 1.2MB
File Location:- Google Drive

                Download: Click Here to Download  

Post a Comment

0 Comments

Ads Area