CURRENT AFFAIRS INDIA
KNOWLEGE
নমস্কার বন্ধুরা,👍👍👍👍ইতিহাস থেকে বিভিন্ন রাজার সেনাপতির নামের তালিকা টি আজ উপস্থাপন করলাম| ভারতে শাসনকারী বিভিন্ন ঐতিহাসিক রাজা বা সুলতানের সেনাপতি থাকত, আর তাদেরই নাম এখানে লিপিবদ্ধ করা হয়েছে। যদি প্রশ্ন আসে- আকবরের সেনাপতির নাম কী? মীরজাফর কার সেনাপতি ছিলেন?- তাহলে আপনি সহজেই এর উত্তর দিয়ে আসতে পারবেন।
ঐতিহাসিক রাজা ও তার সেনাপতি
রাজার নাম সেনাপতির নাম
ধর্মপাল গর্গ
আলাউদ্দিন খিলজি মালিক কাফুর
মহম্মদ ঘোরী বখতিয়ার খিলজি
আকবর মানসিংহ
শেরশাহ ব্রহ্মজিৎ গৌড়
হুসেন শাহ পরাগল খান
জাহাঙ্গীর মহবৎ খান
সিরাজদ্দৌলা মীরজাফর
ঔরঙ্গজেব মীরজুমলা
বৃহদ্রথ পুষ্যমিত্র শুঙ্গ
THNAK YOU😊😊