-->

Ads Area

এপিজে আব্দুল কালামের প্রাপ্ত পুরস্কারের তালিকা

 KNOWLEDGE YOGI 👍




নমস্কার বন্ধুরা,

আজ এপিজে আব্দুল কালামের প্রাপ্ত পুরস্কারের তালিকা টি আপনাদের দিচ্ছি, যেটিতে আবদুল কালাম যে সমস্ত সম্মান পেয়েছেন তার তালিকা তুলে ধরা হলো। জিকের অংশ হিসাবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলেও আসতে পারে। যেমন:- কত সালে আবদুল কালাম ভারতরত্ন পান? কত সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন আব্দুল কালাম?



আব্দুল কালামের প্রাপ্ত পুরস্কার তালিকা


সাল সম্মান      পুরস্কারদাতা

১৯৮১ পদ্মভূষ  (ভারত সরকার)

১৯৯০ পদ্মবিভূষণ( ভারত সরকার)

১৯৯৪ ডিস্টিংগুইসড ফেলো ইনস্টিটিউট অব ডি
রেক্টরস

১৯৯৫ সাম্মানিক ফেলো নেশনাল অ্যাক্যাডেমি অফ মেডিক্যাল সাইন্স, দিল্লি

১৯৯৭ ভারতরত্ন (ভারত সরকার)

১৯৯৭ ইন্দিরা গান্ধী পুরস্কার  (ভারতীয় জাতীয় কংগ্রেস)

১৯৯৮ বীর সাভারকার পুরস্কার    (ভারত সরকার)

২০০০ রামানুজন পুরস্কার ( অল ওয়ারস রিসার্চ সেন্টার, চেন্নাই)

২০০৭ কিং চার্লস ২ ম্যাডেল    (রয়েল সোসাইটি, ব্রিটেন)

২০০৭ সাম্মানিক ডক্টরেট অফ সায়েন্স   (ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন,

 ইউ.কে)

২০০৭ সাম্মানিক ডক্টরেট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কার্নেগী মেলন

 ইউনিভার্সিটি, আমেরিকা

২০০৮ সাম্মানিক ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং নান্যাগ টেকনিক্যাল ইনস্টিটিউট,

 সিঙ্গাপুর

২০০৮ ডক্টর অফ সায়েন্স (আলিগড় মুসলিম ইউনিভার্সিটি)

২০০৯ আন্তর্জাতিক ভন কারম্যান উইংস আওয়ার্ড (ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি

 অফ টেকনোলজি, আমেরিকা)

২০০৯ হোভার ম্যাডেল  ( ASMI ফাউন্ডেশন, আমেরিকা)

২০০৯ সাম্মানিক ডাইরেক্টর    (ওকল্যান্ড ইউনিভার্সিটি)

২০১০ ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং(  ওয়াটারলু বিশ্ববিদ্যালয়)

২০১১ আই.ই.ই.ই সাম্মানিক মেম্বারশিপ (ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল

 অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, আমেরিকা)

২০১২ ডক্টর অফ ল' ( সিমোন ফ্র্যাসার ইউনিভার্সিটি)

২০১৩ ভন বরুণ অ্যাওয়ার্ড (  ন্যাশনাল স্পেস সোসাইটি)

২০১৪ ডক্টর অফ সায়েন্স ( এডিনবার্গ ইউনিভার্সিটি)


THANK YOU👍


Post a Comment

0 Comments

Ads Area