-->

Ads Area

বাংলা সাহিত্যের যুগবিভাগ

                                            


                      বাংলা সাহিত্যের  যুগবিভাগ



  • বাংলা সাহিত্যের ইতিহাস প্রায় সাড়ে তেরোশ বছরের। এই দীর্ঘ সময়কে আলোচনার সুবিধার্থে:-

  • প্রধানত তিনটি যুগে ভাগ করা হয়েছে।

         ক. প্রাচীন যুগ : ৬৫০ খ্রিষ্টাব্দ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ ।

         খ.মধ্য যুগ : ১২০১ খ্রিষ্টাব্দ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ।

         গ.আধুনিক যুগ : ১৮০১ খ্রিষ্টাব্দ থেকে চলছে।


  • প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের   রচনাকাল এবং প্রাচীন যুগ : ৬৫০ খ্রিষ্টাব্দ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ। ড. সুনীতিকুমার  চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল এবং প্রাচীন যুগ : ৯৫০ খ্রিষ্টাব্দ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ
  • মধ্যযুগের শুরুতে ১২০১ খ্রিষ্টাব্দ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের  নিদর্শনহীনতাকে 'The Dark Age' বা আঁধার যুগ বলা হয়েছে। গবেষকগণ মনে করেন তুর্কি আক্রমণের ফলে এ দেশে হত্যা এবং ধ্বংসের যে যজ্ঞ চলে তাতে অনেক মন্দির মঠ ধ্বংসের সঙ্গে সঙ্গে সাহিত্যের নিদর্শন পুঁথিসমূহ ধ্বংস হয়। যেখানে প্রাণের অস্তিত্ব বিপন্ন সেখানে সাহিত্য সংস্কৃতির উন্মেষ বা বিকাশ কিছুই চলতে পারে না।
  • বাংলা সাহিত্যের ইতিহাস বেত্তাগণ ড. সুকুমার সেন, ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, ড. গোপাল হালদার, ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ উপর্যুক্ত মত প্রকাশ করেন।

  •          ১৭৬০ খ্রিষ্টাব্দ থেকে ১৮৬০ খ্রিষ্টাব্দ এই সময়কে যুগসন্ধিকাল বা অবক্ষয় যুগ বা                   দ্বিতীয়  অন্ধকার যুগ বলা হয়ে থাকে। সৈয়দ আলী আহসান এই সময়টিকে প্রায়                  শূন্যতার যুগ  বলেছেন।

  • * মধ্যযুগকে তিন ভাগে ভাগ করা হয় :

     1. প্রাকচৈতন্য যুগ : ১৩৫১ খ্রিষ্টাব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দ ।

      2.চৈতন্য যুগ : ১৫০১ খ্রিষ্টাব্দ থেকে ১৬০০ খ্রিষ্টাব্দ,

                   মতান্তরে ১৫০১ খ্রিষ্টাব্দ থেকে ১৭০০ খ্রিষ্টাব্দ ।

     3.চৈতন্য পরবর্তী যুগ : ১৬০১ খ্রিষ্টাব্দ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ,

                মতান্তরে, ১৭০১ খ্রিষ্টাব্দ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ ।


* চৈতন্য পরবর্তী যুগকে ‘সুবর্ণ’ যুগ বলা হয়।



Post a Comment

0 Comments

Ads Area