নমস্কার বন্ধুরা,
আজ ভারতের ২৫ টি জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র আছে সেই তথ্য রয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারী চাকরির পরীক্ষাতে বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা থেকে প্রশ্ন আসে। যেমন:- সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে?কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? ইত্যাদি।
ভারতের ২৫ টি জলবিদ্যুৎ কেন্দ্র
1.যমুনা জলবিদ্যুৎ প্রকল্প – উত্তরপ্রদেশ
2. বাইরা-সিউল জলবিদ্যুৎ কেন্দ্র - হিমাচলপ্রদেশ
3. রংটং জলবিদ্যুৎ কেন্দ্র - হিমাচলপ্রদেশ
4. ন্যাপথাঝাকরি জলবিদ্যুৎ কেন্দ্র - হিমাচলপ্রদেশ
5. হিরাবুঁদ জলবিদ্যুৎ কেন্দ্র - ওড়িশা
6. শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র - কৰ্ণাটক
7. কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র - মহারাষ্ট্র
৪. বালিমেলা জলবিদ্যুৎ কেন্দ্র – ওড়িশা / অন্ধ্রপ্রদেশ
9. শ্রীসাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র - অন্ধ্রপ্রদেশ
10 . মানেরীভ্যালি জলবিদ্যুৎ কেন্দ্র - উত্তরপ্রদেশ
11 সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র - বিহার
12. গিরি জলবিদ্যুৎ কেন্দ্র – হিমাচলপ্রদেশ.
13. সঞ্জয় [ ভাবা ] জলবিদ্যুৎ কেন্দ্র – হিমাচলপ্রদেশ
14. সালাল জলবিদ্যুৎ কেন্দ্র - জম্মু ও কাশ্মীর
15 সারভলি জলবিদ্যুৎ কেন্দ্র - কৰ্ণাটক
16. ইডুব্ধি জলবিদ্যুৎ কেন্দ্র - কেরল
17. লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র - মণিপুর
18. মাচকুন্দ জলবিদ্যুৎ কেন্দ্র - অন্ধ্রপ্রদেশ
19. নিম্ন সিলেক্ন জলবিদ্যুৎ কেন্দ্র - অন্ধ্রপ্রদেশ
20. নিজাম সাগর জলবিদ্যুৎ কেন্দ্র - অন্ধ্রপ্রদেশগ
21. রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র - উত্তরপ্রদেশ
22. মাতাতিলা
23. ম্যাসাঞ্জোর
জলবিদ্যুৎ কেন্দ্র - উত্তরপ্রদেশ
জলবিদ্যুৎ কেন্দ্র - পশ্চিমবঙ্গ
24. জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র – পশ্চিমবঙ্গ
25 পুরুলিয়া জলবিদ্যুৎ কেন্দ্র - পশ্চিমবঙ্গ
THANK YOU👍👍👍👍