-->

Ads Area

Current Affairs MCQ: 04 May 2022

KNOWLEGE  BENGALI CURRENT AFFAIRS






: Bengali Current Affairs MCQ:  04 May 2022


1. কোন রাজ্যে ‘উৎকল দিবস’ পালিত হয়?

[A] আসাম

[B] উড়িষ্যা

[C] বিহার

[D] পশ্চিমবঙ্গ

      Correct Answer:  উড়িষ্যা

  • : প্রতিবছর 1 এপ্রিল তারিখে উড়িষ্যা স্থাপনা দিবস উপলক্ষে “উৎকল দিবস” পালিত হয়। 


2. Delhi Metro Rail Corporation (DMRC) -এর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন?

[A] মোহিত সুরি

[B] বিকাশ কুমার

[C] অক্ষয় বিধানী

[D] অমিত ব্যানার্জি


Correct Answer: [B] বিকাশ কুমার


3. Forest Research Institute (FRI) -এর নতুন নির্দেশক পদে কাকে নিযুক্ত করা হয়েছে?

[A] পূজা জাতযাত

[B] সঞ্জনা বাত্রা

[C] সুশীল শর্মা

[D] রেনু সিং


      Correct Answer: [D] রেনু সিং

  •  কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রক দ্বারা ড: রেনু সিং -কে পরবর্তী Forest Research Institute (FRI) -এর নির্দেশক পদ…


 5. সম্প্রতি, প্রয়াত ভীম বাহাদুর গুরুং কোন রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন?

[A] মেঘালয়

[B] সিকিম

[C] নাগাল্যান্ড

[D] মনিপুর


       Correct Answer: [B] সিকিম

  • : ভীম বাহাদুর গুরুং 1984 সালের 11 মে-24 মে পর্যন্ত সিকিমের তৃতীয় মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন। 


6. নিম্নলিখিত কে “BBC Indian Sportswoman of The Year award 2021” -এর খেতাব পেয়েছে?

[A] নীরজ চোপড়া

[B] মিরাবাই চানু

[C] পি. ভি সিন্ধু

[D] বজরং পুনিয়া


        Correct Answer: [B] মিরাবাই চানু

  • : অলিম্পিক রৌপ্য পদক বিজয়ী মীরাবাঈ চানু তৃতীয় “BBC Indian Sportswoman of The Year award 2021” -এর খেতাব পেয়েছে। 


7. “International Transgender Day of Visibility” কবে পালিত হয়?

[A] 30 মার্চ

[B] 31 মার্চ

[C] 1 এপ্রিল

[D] 2 এপ্রিল


       Correct Answer: [B] 31 মার্চ

  •  প্রতিবছর 31 মার্চ তারিখে “International Transgender Day of Visibility” পালিত হয়। 


8. নিম্নলিখিত কে “Badminton Association of India (BAI)” -এর প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হয়েছেন?

[A] যোগী আদিত্যনাথ 

[B] হিমন্ত বিশ্বা শর্মা

[C] পুস্কর সিং দামি

[D] প্রমোদ সাবন্ত


        Correct Answer: [B] হিমন্ত বিশ্বা শর্মা

  • : আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বা শর্মা “Badminton Association of India (BAI)” -এর প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।


9. কোন রাজ্যের তিনটি জেলায় Armed Forces Special Powers Act (AFSPA) -এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে?

[A] মনিপুর

[B] নাগাল্যান্ড

[C] ত্রিপুরা

[D] অরুণাচল প্রদেশ


      Correct Answer: [D] অরুণাচল প্রদেশ

  • অরুণাচল প্রদেশের তিনটি জেলা লংডিং, তিরাপ এবং চ্যাংলং -এ 1 এপ্রিল থেকে বৃদ্ধি করে 30 সেপেম্বর 2022 পর্যন্ত করা হয়েছে। 


10.World Autism Awareness Day কবে পালিত হয়?

[A] 1 এপ্রিল


[B] 2 এপ্রিল

[C] 3 এপ্রিল

[D] 4 এপ্রিল


       Correct Answer: [B] 2 এপ্রিল

  • : World Autism Awareness Day বিশ্বজুড়ে 2 এপ্রিল তারিখে পালিত হয়। 


THANK YOU👍👍                                                             



Post a Comment

0 Comments

Ads Area