জ্যাক মা জীবনী Jack Ma
Biography in Bengali
Jack Ma Biography in Bengali
জ্যাক মা চীনের বিখ্যাত ধনকুবের তিনি অনলাইন রিটেইল বিজনেস প্রতিষ্ঠান আলিবাবা এর প্রতিষ্ঠাতা। বিশ্বের প্রভাবশালী ধনীব্যাক্তিদের মধ্যে তাকে অন্যতম একজন বিজনেস টাইকুন মনে করা হয়।
জ্যাক মা (Jack Ma) একজন চীনা উদ্যোক্তা, যিনি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অনলাইন পাইকারী ক্রয়-বিক্রয় সাইট আলিবাবা’র প্রতিষ্ঠাতা , সাবেক সিইও, ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান। ২০১৯ এর এপ্রিল মাসের হিসাব অনুযায়ী জ্যাক মা (Jack Ma) এর বর্তমান সম্পদের পরিমান ৪০.১ বিলিয়ন মার্কিন ডলার! এই বিপুল সম্পদ জ্যাক মাকে (Jack Ma) বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের একজন করেছে।
তার প্রতিষ্ঠান আলিবাবা ডট কম অনলাইন ব্যাবসায় বিশ্বের সকল বড় বড় কোম্পানিকে পিছনে ফেলে দ্বিতীয় বৃহৎ কোম্পানিতে পরিণত হয়েছে। তিনি চীনের প্রধান ধনীব্যাক্তির তালিকায় নাম লিখিয়েছেন।
তবে তার এই উথানের পিছনে কাহিনী সকলকে আবার করে। খুব দরিদ্র পরিবারের সন্তান জ্যাক মা একসময় খেতে পেতেন না। ভাল পড়াশোনার সুজুগ ছিলনা। তার প্রথম জীবনে ছিল শুধুই ব্যার্থতা আর অসফলতায় পূর্ণ। তার জীবনী সকল মানুষের জন্য এক অনুপ্রেরণার প্রতীক।
জ্যাক মা কে ? Who is Jack Ma ?
জ্যাক মা (Jack Ma) জনপ্রিয় ট্রেডিং সাইট আলিবাবা ডট কম এর কর্ণধার এবং চীনের শীর্ষ ধনী ব্যক্তি। বর্তমানে জ্যাক মা (Jack Ma) এর সম্পদের পরিমাণ ২৫০০ কোটি ডলার। আলিবাবাতে জ্যাক মা (Jack Ma) এর ৮% স্টেক আছে |
Jack Ma Biography in Bengali
নাম (Name) | জ্যাক মা (Jack Ma) |
জন্ম (Birthday) | ১০ সেপ্টেম্বর ১৯৬৪ (10 September 1964) |
জন্মস্থান (Birthplace) | হাংচৌ, চচিয়াং প্রদেশ, চীন |
পিতামাতা (Parents) | মা-লাইফা (পিতা / বাবা) মা চুই ওয়েনচাই (মাতা / মা) |
জাতীয়তা | চিনা |
পেশা (Occupation) | প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলিবাবা গ্রুপ |
দাম্পত্য সঙ্গী (Spouse) | 张瑛 / Zhāng Yīng |
নাম: জ্যাক মা
শিক্ষা: (BA)
স্ত্রী: জহং ইয়ং
সন্তান: ৩ সন্তান
জ্যাক মা জন্ম ও পরিবার – Jack Ma Birthday and Family :
“জ্যাক মা ইউন” এর জন্ম হয় ১৯৬৪ সালের ১৫ই অক্টোবর, চীনের ঝি-জিয়াং প্রদেশের হ্যাং-চাও শহরে, এক দরিদ্র পরিবারে। তাঁর বাবা-মা ছিলেন পেশাদার গল্প বলিয়ে ও সঙ্গীত শিল্পী। এই পেশায় আয় রোজগার খুব বেশি হত না। দুই ভাই ও এক বোনের মাঝে দ্বিতীয় মা ইউন যে এতবড় বিজনেস ম্যাগনেট হবেন – তা কেউ স্বপ্নেও ভাবেনি।
জ্যাক মার শিক্ষা জীবন
ছোটবেলা থেকেই মা ইংরেজি ভাষার প্রতি আকর্ষিত ছিলেন এবং তিনি নিজ ইচ্ছায় ইংরেজি শিখতে থাকেন। ইংরেজি শিক্ষার জন্য তিনি টুরিস্ট গাইড এর কাজ বেছে নিয়েছিলেন তিনি ৯ বছর এই কাজ করেন। ট্যুরিস্টদের সাথে কথা বলার মাধ্যমে তিনি ১৩ বছর বয়সেই ইংরেজি শিখতে শুরু করেন। জ্যাক মার জন্মগত নাম মা ওউন। তার নাম উচ্চারণের অসুবিধার জন্য ট্যুরিস্টরা তাকে জ্যাক নাম দিয়েছিলো। ৯ বছর ধরে তিনি ৭০ মাইল পথ সাইকেল চালিয়ে পর্যটকদের এলাকা ঘুরিয়ে দেখাতেন, শুধুমাত্র ইংরেজী শেখার জন্য!
জ্যাক মার শিক্ষা জীবন খুবই কঠিন ছিল তিনি পড়া মনে রাখতে পারতেন না। তিনি ৪ ক্লাসে ২ বার ও ৮ ক্লাসে ৩ বার ফেইল করেছিলেন খুব কষ্টে তিনি স্কুল জীবন শেষ করেন। আর গ্রাডুয়েশন এন্ট্রেন্স পরীক্ষায় ৫ বার ফেইল করেন।
তারপরে তিনি অনেক চেষ্টা করেও ভালো কলেজে এডমিশন পাননি, খুব খারাপ মানের একটি প্রতিষ্ঠান থেকে তিনি ১৯৮৮ সালে ইংরেজিতে গ্রাডুয়েশন পাস্ করেন খুব সাধারণ ভাবে। তিনি উচ্চশিক্ষার আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কোরারশিপের আবেদন করেও কোন সারা পাননি।
ইলন মাস্ক বা বারাক ওবামার মত জ্যাক মা তুখোড় ছাত্র ছিলেন না। চীনে কলেজ ভর্তি পরীক্ষা বছরে মাত্র একবার হত। সব কলেজেই একই সময়ে পরীক্ষা হত, এবং পরীক্ষায় পাশ করে কলেজে সুযোগ পেতে জ্যাক মার ৪ বছর লেগেছিল
কর্মজীবন
জ্যাক মার কর্মজীবনে তিনি খুব অসফলতার মুখে পড়েন হয়তো তার জায়গার অন্য কেউ হলে হয়তো নিরাশ হয়ে পড়তেন। তিনি ৩০ টিরও অধিক চাকরির পরীক্ষায় অসফলতার মুখ দেখেন।
তার জীবনের একসময় তিনি kfc তে চাকরির জন্য আবেদন করেন চিনে নতুন আসা kfc চাকরির ইন্টারভিউ তে ২৩ জনের মধ্যে তাকে ছেড়ে ২২ জনকেই চাকতি তে সুজুগ দেওয়া হয়।
আলিবাবা প্রতিষ্ঠা
জ্যাক মা তার বন্ধুর আমন্ত্রণে আমেরিকা যান ১৯৯৫ সালে সেখানে তিনি প্রথম কম্পিউটার ও ইন্টারনেট চালান। ইন্টারনেট তাকে খুবই অবাক করে আর বিভিন্ন কিছু খোজার মধ্যেই দেখেন চীন সম্পর্কে ইন্টারনেটে কোনো তথ্য নেই। তিনি সামান্য তথ্য সংযুক্ত করেন এবং পরে চীনের নাম ইয়েলো পেইজ বানান।
সেইসময় আমেরিকায় আমাজন খুব বিখ্যাত হওয়ার পর্যায়ে ছিল জ্যাকমাকে এই বিষয়টি খুবই আকর্ষণ করে তিনিও চিনে একটি একই রকম প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা করেন।
দেশে এসে তিনি তার শহরের ছোট ছোট দোকানের সাথে মিলে একটি রিটেইল অনলাইন প্লাটফর্ম তৈরী করেন তার নাম রাখেন আলী বাবা, প্রথম কিছু বছর তাকে কোম্পানির জন্য অর্থের সন্ধান করতে খুবই কষ্ট করতে হয়।
কিন্তু তার পরিশ্রম ও উদ্দামের কাছে সবকিছুর পরাজয় হয় ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন চীনের সফল উদ্যোক্তা। তার কোম্পানি আলিবাবার উত্থানে চীন থেকে ebay কোম্পানির সহ আরো বিভিন্ন মার্কিন কোম্পানিকে ব্যবসা গুটিয়ে চলে যেতে হয়।
জ্যাক মা এর পুরস্কার ও স্বীকৃতি : Jack Ma Prizes :
- ২০০৪ সালে চীনের জাতীয় টেলিভিশন তাঁকে বছরের সেরা ১০ অর্থনৈতিক ব্যক্তির একজন হিসেবে ঘোষণা করে। এটাই ছিল তাঁর প্রথম বড় স্বীকৃতি।
- ২০০৫ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাঁকে একজন তরুন আন্তর্জাতিক নেতা হিসেবে নির্বাচন করে।
- ২০০৫ সালে প্রথমবারের মত তিনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ২৫ জন ব্যবসায়িক ব্যক্তির তালিকায় স্থান পান।
- ২০০৮ সালে জ্যাক মা বিশ্বের সেরা ৩০জন সিইওর একজন হিসেবে স্বীকৃতি পান।
- ২০০৯ সালে টাইম ম্যাগাজিন তাঁকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ১০০ ব্যক্তির তালিকায় স্থান দেয়।
- ২০০৯ সালে জ্যাক মাকে চীনের সবচেয়ে সম্মানিত ১০জন উদ্যোক্তার একজন ঘোষণা করা হয়।
- একই বছর চীনের রাষ্ট্রীয় টেলিভিশন তাঁকে দশকের সেরা ব্যবসায়িক নেতার পুরস্কার প্রদান করে।
- ২০১৩ সালের নভেম্বরে হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি জ্যাক মা কে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করে।
- ২০১৪ সালে ফোর্বস ম্যাগাজিন তাঁকে বিশ্বের ৩০তম ক্ষমতাবান ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করে।
- ২০১৫ সালে এশিয়ান এ্যাওয়ার্ড কতৃপক্ষ জ্যাক মাকে বছরের সেরা উদ্যোক্তার পুরস্কার প্রদান করে।
- ২০১৭ সালে ফরচুন ম্যাগাজিন তাঁকে বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ৫০ নেতার মাঝে ২য় স্থান দেয়।
- ২০১৮ এর মে মাসে প্রযুক্তিতে অবদানের জন্য ইউনিভার্সিটি অব হংকং তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করে।
জ্যাক মা এর জীবনী – Jack Ma Biography in Bengali FAQ :
- জ্যাক মা কে ?
Ans: জ্যাক মা হলো জনপ্রিয় ট্রেডিং সাইট আলিবাবা ডট কম এর কর্ণধার এবং চীনের শীর্ষ ধনী ব্যক্তি।
- জ্যাক মা এর জন্ম কবে হয় ?
Ans: জ্যাক মা এর জন্ম হয় ১০ সেপ্টেম্বর ১৯৬৪ সালে।
- জ্যাক মা এর মায়ের নাম কী ?
Ans: জ্যাক মা এর মায়ের নাম মা চুই ওয়েনচাই ।
- জ্যাক মা এর জন্ম কোথায় হয় ?
Ans: জ্যাক মা এর জন্ম হয় চিনে ।
- জ্যাক মা এর পিতার নাম কী ?
Ans: জ্যাক মা এর পিতার নাম মা-লাইফা ।
THANK YOU👍👍👍👍👍