বিভিন্ন সমাজের প্রতিষ্ঠাতা
1. আত্মীয় সভা - রাজা রামমোহন রায় (১৮১৫)
2.ব্রাহ্মসমাজ - রাজা রামমোহন রায় (১৮২৮)
3. ভারতীয় ব্রাহ্মসমাজ - কেশব চন্দ্র সেন (১৮৬৬)
4.সাধারণ ব্রাহ্মসমাজ - আনন্দমোহন বোস এবং শিবনাথ শাস্ত্রী (১৮৭৮)
5. ধর্মসভা - রাধাকান্ত দেব (১৮২৯)
6.তত্ত্ববোধিনী সভা - দেবেন্দ্রনাথ ঠাকুর (১৮৩৯)
7.পার্থনা সমাজ - আত্মারাম পাণ্ডুরঙ্গ (১৮৬৭)
8. আর্য সমাজ - দয়া নন্দ সরস্বতী (১৮৭৫)
9. থিওসফিক্যাল সোসাইটি - ম্যাদাম ব্লভাটস্কি ও কর্নেল ওলকট(১৮৭৫)
10. রামকৃষ্ণ মিশন - স্বামী বিবেকানন্দ (১৮৯৭)
11. দেব সমাজ - শিবনারায়ন অগ্নিহোত্রী (১৮৮৭)
12. ডেকান এডুকেশন সোসাইটি - জিজি আগারকার (১৮৮৪)
13. এশিয়াটিক সোসাইটি - উইলিয়াম জোন্স (১৭৮৪)
14. ভারত সভা - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (১৮৭৬)
15. ডন সোসাইটি - সতীশচন্দ্র মুখোপাধ্যায় (১৯০২)
16. অভিনব ভারত সমাজ - বিনায়ক দামোদর সাভারকার(১৯০৪)
17. সবরমতী আশ্রম - মহাত্মা গান্ধী (১৯১৫)
18. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন -- ডিরোজিও (১৯২৮)
19. হোমরুল লীগ -- বালগঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত (১৯১৬)
20.অ্যান্টি সার্কুলার সোসাইটি - শচীন্দ্র প্রসাদ বসু (১৯০৫)
21.স্কুল বুক সোসাইটি -- কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় (১৮১৭
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত এই https://www.knowlege.in/ পাতায় চোখ রাখুন।