Indian National Movement(ভারতীয় জাতীয় আন্দোলন)
1)বানা ত্রকার প্রথম সম্পাদক কে
উঃ-উমেশচন্দ্ৰ দত্ত।
2)ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী?
উঃ-বেঙ্গল গেজেট।(1780 খ্ৰীঃ)
3)"সমাচার দর্পন" পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ-জে.সি.মার্শম্যান। UCATION
4)"হুতুম পেঁচার নকশা" গ্রন্থটি কার লেখা?
উঃকালীপ্রসন্ন সিংহ।
5)"নীলদর্পন" নাটকের ইংরেজি অনুবাদ কে
করেন?
উঃ-মাইকেল মধুসূদন দত্ত ।
6)গ্রামীণ সাংবাদিকতার জনক কাকে বলা হয়?
উঃ-হরিনাথ মজুমদার ।
7)কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে গঠিত হয়?
উঃ-1823 খ্রীঃ ।
৪)মেকলে মিনিটস কবে পেশ হয়?
উঃ- 1835 খ্ৰীঃ।
9)ক্রমনিম্ন পরিশ্রুত নীতির প্রবক্তা কে?
উঃ- টমাস ব্যাবিংটন মেকলে।
10)কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?
উঃ-ওয়ারেন হেস্টিংস (1781 খ্রীঃ)
11) এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উঃ-স্যার উইলিয়াম জোন্স।(1784 খ্ৰীঃ)
12)বারাণসীতে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা
উঃ-জোনাথান ডানকান।(1792 খ্ৰীঃ)।
13)ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ-লর্ড ওয়েলেসলী। ( 1800 খ্রীঃ)
14)বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ-রাজা রামমোহন রায়(1826 খ্রীঃ)।
15)কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?
উঃ- লর্ড ক্যানিং।
16)ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে পাশ হয়?
উঃ- 1904 খ্রীঃ।
17) হান্টার কমিশন কবে গঠিত হয়েছিল?
| উঃ-1882 খ্ৰীঃ
18)"সমাচার চন্দ্রিকা" পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ-রাধাকান্ত দেব।
19)নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ-কেশবচন্দ্র সেন।
20)"তিন আইন" কবে পাশ হয়?
উঃ-1872 খ্ৰীঃ।
21)ভারতের প্রথম ছাত্র সংগঠনের নাম কী?
উঃ- অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন।
22)"প্রথম প্রস্তাব" নামক পুস্তিকাটি কার লেখা?
উঃ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
23) হিন্দু মেলার প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ-রাজনারায়ণ বসু।
24)"যাঁতাসুর" ব্যঙ্গচিত্রটি কে অঙ্কন করেন?
উঃ-গগনেন্দ্রনাথ ঠাকুর
25)"বিদ্রোহী রাজা" কাকে বলা হয়?
উঃ-ঈশান চন্দ্র রায় (পাবনা বিদ্রোহের নেতা)।
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত এই https://www.knowlege.in/ পাতায় চোখ রাখুন।