পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড় এবং তাদের অবস্থান
আজ বিভিন্ন পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড় এবং তাদের অবস্থান PDFটি শেয়ার করছি, । বিভিন্ন Competitive Exam-এ এই অংশ থেকে প্রশ্ন আসে। যেমন:- অযোধ্যা পাহাড় কথায় অবস্থান ? বাঘমুণ্ডি পাহাড় কথায় অবস্থান ? ইত্যাদি।
পাহাড় |
অবস্থান |
অযোধ্যা (677 মিটার) |
পুরুলিয়া |
বিহারীনাথ (447 মিটার) |
বাঁকুড়া |
কোড়ো |
বাঁকুড়া |
পাঞ্চেত (643 মিটার) |
পুরুলিয়া |
ভাণ্ডারি |
পুরুলিয়া |
বাঘমুণ্ডি |
পুরুলিয়া |
জয়চণ্ডী |
পুরুলিয়া |
পরেশনাথ |
পুরুলিয়া |
রঘুনাথপুর |
পুরুলিয়া |
গুরুমা |
পুরুলিয়া |
শুশুনিয়া (442 মিটার) |
বাঁকুড়া |
মামাভাগ্নে |
বীরভূম |
মথুরখালি |
|
বেলপাহাড়ি |
পশ্চিম মেদিনীপুর |
ঠাকুরান |
পশ্চিম মেদিনীপুর |
মশক |
বাঁকুড়া |
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত এই https://www.knowlege.in/ পাতায় চোখ রাখুন।
THANK YOU☝☝
হোয়াটসঅ্যাপে যুক্ত হোন -https://chat.whatsapp.com/Dd4o2E40555F9NnVGXr196
PDF DOWNLOAD