1. ভারতীয় সংবিধান যে সংবিধান পরিষদের দ্বারা কার্যকরী হয় – তা কোনটির অন্তর্গত?
উত্তর:-ক্যাবিনেট মিশন প্ল্যান ১৯৪৬
2. মুসলিম লীগ থেকে নেহেরু বেরিয়ে আসার পর সংবিধান পরিষদের সদস্য সংখ্যা কমে কত হয়?
উত্তর-২৯৯ জন
3. ভারতীয় সংবিধানের দর্শন কাঠামো বা "Objective resolution " যিনি সাংবিধান পরিষদে অবতারণা করেন-?
উত্তর-জহরলাল নেহেরু
4. সংবিধান পরিষদ যে ক্যাবিনেট মিশন প্লানের অন্তর্গত তার সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর-৩৮৯ জন।
5.সংবিধানের খসড়া কমিটির সদস্যর সংখ্যা চেয়ারম্যান সহ কতজন ছিল?
উত্তর-৭ জন।
6.ভারতীয় সংবিধান করে গৃহীত হয়?
উত্তর- ২৬সে নভেম্বর, ১৯৪৯
7, সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়?
উত্তর- ৯ই ডিসেম্বর, ১৯৪৬
8.ভারতীয় সংবিধানের কারিগর বা স্থপতি কে ছিলেন?
উত্তর-বি. আর. আম্বেদকর
9.কে সংবিধান পরিষদের অন্তর্বর্তীকালীন সভাপতিত্ব করেন?
উত্তর-সচ্চিদানন্দ সিনহা
10.সংবিধান পরিষদের উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব নেন?
উত্তর-বি, এন, রাও
11. সংবিধান পরিষদ ১১ই ডিসেম্বর ১৯৪৬ তারিখের বৈঠকে কাকে তার স্থায়ী সভাপতি নির্বাচন করেন?
উত্তর-রাজেন্দ্র প্রসাদ
12. ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হয়?
উত্তর-২৬শে জানুয়ারী, ১৯৫০
13. সংবিধান পরিষদের খসড়া কমিটির সভাপতিত্বকে করেন?
উত্তর-বি. আর. আম্বেদকর
14.ভারতীয় সংবিধান সভা সব সিদ্ধান্ত গ্রহণ করেছিল কি ভাবে?
উত্তর-সর্বসম্যত ভাবে
15.২৬সে জানুয়ারী সংবিধান উদ্বোধনের দিন হিসেবে নির্ধারিত হবার কারণ কি?
উত্তর-কংগ্রেস এইদিনটিকে ১৯৩০ সালে স্বাধীনতা দিবস ঘোষণা করে
16.ভারতীয় সংবিধানের বর্তমানে কতগুলি তপশীল (Schedule)?
উত্তর-১২টি
17. বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি অংশ (Part) রয়েছে?
উত্তর-২৫
18. ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন?
উত্তর:-মন্ত্রী পরিষদ
19. ভারতীয় সংবিধানে শক্তিশালী কেন্দ্র সম্বনিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে?
উত্তর-কানাডা
20. "White Flag শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়?
উত্তর:-যুদ্ধ বিরতির প্রতীক
21, ভারতীয় সংবিধানে জরুরী অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তর উইমার সংবিধান (জার্মানি)
22, রাজ্যের জন্য নির্দেশাত্মক নীতির ধারণা যেসংবিধান অনুসারে ভারতীয় সংবিধানের অন্তর্গত
হয়েছে তা হলো?
উত্তর- আয়ারল্যান্ড
23. ভারতীয় সংবিধান হল
উত্তর- আংশিক অপরিবর্তনীয় ও নমনীয়
24. ভারতীয় সংবিধান ভারতবর্ষকে কীভাবে বর্ণনা করেছে ?
উত্তর-যুক্তরাষ্ট্রীয়
25. সংবিধানের মুখবন্ধ ভারতকে কীভাবে বর্ণনা করেছে?
উত্তর-সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র
26. কে খসড়া কমিটির কাছে সংবিধানের প্রস্তাবনা (Preamble) প্রস্তাব করেন?
উত্তর- জওহরলাল নেহেরু
27. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে?
উত্তর-একবার
28. Socialist secular" & "the unity and integrity of the nation' এই শব্দ গুচ্ছগুলি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা
হয়?
উত্তর-৪২ তম
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত এই https://www.knowlege.in/ পাতায় চোখ রাখুন।