ছদ্মনাম, উপাধি ও প্রবর্তক
- আধুনিক বাংলা গদ্যের জনক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- 'যুগসন্ধিকালের কবি' বলা হয়- ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
- জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন- বুদ্ধদেব বসু।
- 'শহিদ জননী' নামে বেশি পরিচিত- জাহানারা ইমাম।
- বাংলা সাহিত্যের 'পল্লিকবি' বলা হয়- জসীমউদ্দীনকে।
- বাংলা সাহিত্যের 'ভোরের পাখি' বলা হয়- বিহারীলাল চক্রবর্তীকে।
- 'সাহিত্যসম্রাট' উপাধি- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।
- 'রায়গুণাকর' যার কাব্য উপাধি- ভারতচন্দ্র।
- মুসলিম রেনেসাঁর কবি- ফররুখ আহমদ।
- বাংলা সাহিত্যে 'বিশ্বকবি' হিসেবে পরিচিত- রবীন্দ্রনাথ ঠাকুর।
- 'ছন্দের জাদুকর' বলা হয়- সত্যেন্দ্রনাথ দত্তকে।
- কবি কায়কোবাদের আসল নাম- মুহম্মদ কাজেম আল কুরায়শী।
- মীর মশাররফ হোসেনের ছদ্মনাম- গাজী মিয়াঁ।TIONS LTD.
- 'জহির রায়হান' এর প্রকৃত নাম- মোহাম্মদ জহিরুল্লাহ।
- 'নীল লোহিত' কোন লেখকের ছদ্মনাম- সুনীল গঙ্গোপাধ্যায়।
- 'ধূমকেতু' কোন কবির ছদ্মনাম- কাজী নজরুল ইসলাম।
- 'দাদাভাই'র আসল নাম- রোকনুজ্জামান খান।
- 'বনফুল'র আসল নাম- বালাইচাঁদ মুখোপাধ্যায়।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম- বীরবল।
- কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম- হুতোম প্যাঁচা।
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত এইhttps://www.knowlege.in/ পাতায় চোখ রাখুন।
THANK YOU☝☝
হোয়াটসঅ্যাপে যুক্ত হোন -https://chat.whatsapp.com/Dd4o2E40555F9NnVGXr196
PDF DOWNLODE