-->

Ads Area

পশ্চিমবঙ্গের ভূগোল

 



 পশ্চিমবঙ্গের ভূগোল



1.পশ্চিমবঙ্গের ভূগোল আয়তন কত? 

উঃ ৮৮,৭৫২ বর্গকিমি।

2.আয়তন অনুসারে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য?

উঃ ১৪-তম।

3.পশ্চিমবঙ্গের উত্তর-দক্ষিণে সর্বাধিক বিস্তার কত?

উঃ ৬২৩ কিমি।

4.পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে সর্বাধিক বিস্তার কত?

উঃ ৩২০ কিমি।

5. কবে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী

6. পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা যুক্ত রয়েছে?

উঃ তিনটি – বাংলাদেশ, নেপাল ও ভুটান।

7.পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ কোন জেলায় অবস্থিত?

উঃ উত্তর দিনাজপুর জেলায় (চোপড়া)।

8.ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ অধিকার করে রয়েছে?

উঃ ২.৭০ শতাংশ।

9.পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা অতিক্রম করেছে?

উঃ কর্কটক্রান্তি রেখা। 

10.পশ্চিমবঙ্গের কয়টি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?

উঃ ৫ টি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও নদীয়া।

11.পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার কিরূপ?

উঃ উত্তরে ২৭ ডিগ্রি ১৩ মিনিট উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে ২১ ডিগ্রি ২৫ মিনিট উত্তর

অক্ষাংশ।

12.পশ্চিমবঙ্গের দ্রাঘিমাংশগত বিস্তার কিরূপ?

উ:পশ্চিমে ৮৫ ডিগ্রি ৫০ মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে ৮৯ ডিগ্রি ৫০ মিনিট পূর্ব দ্রাঘিমা।

 পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানাযুক্ত বৃহত্তম

13.প্রতিবেশী দেশের নাম কি?

উঃ বাংলাদেশ। 

14.পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানাযুক্ত ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি?

উঃ ভুটান।

15. পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত রাজ্যের নাম কি?

উঃ সিকিম।

16. কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সর্বাধিক বিস্তৃত?

উঃ বাংলাদেশ (২২১৭ কিমি)।

17.পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কত?

উঃ পাঁচটি।

18.পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা কত?

উঃ ২৩ টি।

19.ভারতের কয়টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত রয়েছে?

উঃ পাঁচটি – সিকিম, আসাম, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা।

20.পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা কত?

উঃ ৯,১৩,৪৭,৭৩৬ জন (২০১১ জনগণনা)।

21.পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?

উঃ দক্ষিণ চব্বিশ পরগনা (9,660 বর্গ কিঃমিঃ)

 22.পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি?

উঃ কলকাতা (185 বর্গ কিঃমিঃ)।

23.পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? 

উঃ ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ ।

24.পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন?

উঃ চক্রবর্তী রাজাগোপালাচারী ।

25.পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত?

উঃ 42 টি


  • রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত  এই https://www.knowlege.in/ পাতায় চোখ রাখুন

THANK YOU☝☝

 হোয়াটসঅ্যাপে যুক্ত হোন -https://chat.whatsapp.com/Dd4o2E40555F9NnVGXr196

PDF DOWNLOAD 

Post a Comment

0 Comments

Ads Area