-->

Ads Area

বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন ,2023 (international Affair)



আন্তর্জাতিক বিষয়াবলি


আজ বিভিন্ন  আন্তর্জাতিক বিষয়াবলী PDFটি শেয়ার করছি, । বিভিন্ন Competitive Exam-এ এই অংশ থেকে প্রশ্ন আসে। যেমন:-  বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কে ? দ. আফ্রিকার যে শহর সোনার খনির শহর নামে পরিচিত সেটি হলো?  ইত্যাদি।



বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন ,2023


১। যুক্তরাষ্ট্রে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা  দিয়েছিল কবে?

উ:– ২০১৪ সালে

২। ভারতের নাগরিকত্ব আইন পাস হয়?

উ: –২০১৯ সালে

৩। যুক্তরাষ্ট্রের ঠান্ডা বা শীতল যুদ্ধ শেষ হয়েছিল?

উ:–১৯৯১ সালে

৪।  ইরান থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল? 

উ:–যুক্তরাষ্ট্র

৫। টেসলার  প্রতিষ্ঠাতা কে? 

উ:–ইলন মাস্ক

৬। মিউনিখ শহরটি কোনটি? 

উ:–জার্মানিতে

৭।  বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কে? 

উ:–কমলা হ্যারিস

৮। ন্যাটোর বর্তমান প্রধান কে? 

উ:–জেনস স্টোলেনবার্গ

৯। ইউক্রেনের প্রেসিডেন্ট কে? 

উ:–ভলোদিমির জেলেনস্কি

১০। ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা কোথয়া আছে? 

উ:–চীনের

১১। বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কবে? 

উ:–২০ ফেব্রুয়ারি

১২। ব্রিটিশ রানী রাজপ্রাসাদের নাম কি? 

উ:–ক্লারেন্স হাউস

১২। বর্তমান ব্রিটিশ রানী সিংহাসনে আরোহন করেছিলেন কবে ? 

উ:–১৯৫২ সালে

১৩। ওয়াল্ড ইকোনমিক ফোরামের উন্নয়ন সূচকে ভারত স্থানে রয়েছে ? 

উ:– 54 তম

১৪। ইসরায়েলকে বর্নবাদী দেশ হিসেবে আখ্যায়িত করেছে? 

উ:–অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

১৫। ইরান, যুক্তরাষ্ট্র,  ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়ার মধ্যে পরমাণু চুক্তি হয়েছিল কবে? 

উ:–২০১৫ সালে।

১৬।  কোয়াড জোট গঠন করা হয়েছিল কবে? 

উ:–২০০৭ সালে।

১৭। কোয়াড ও অকাস জোট গঠনে মূল ভূমিকা পালন করে কে? 

উ:–যুক্তরাষ্ট্র

১৮। কোয়াড ও অকাস জোট গঠনের মূল উদ্দেশ্য কি? 

উ:–চীনকে প্রতিহত করা।

১৯। দ. আফ্রিকার অবিসংবাদিত নেতা ডেসমন্ড টুটু মারা যান কবে? 

উ:–২৬ ডিসেম্বর ২০২১ সালে

২০।  দ. আফ্রিকার যে শহর সোনার খনির শহর নামে পরিচিত সেটি হলো? 

উ:–ক্লার্কসডর্পে।

২১। ইউক্রেন ইস্যুতে চরম উত্তেজনা বাড়ছে?  

উ:–যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে

২২। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট? 

উ:–উরসুলা ভন ডার লিয়েন

২৩) জার্মানির বর্তমান চ্যান্সেলর? 

উ:–ওলাফ শলৎজে

২৪।  ইসরায়েলের তৈরি গুপ্তচরবৃত্তির? সফটওয়্যারের নাম 

উ:–পেগাসাস

২৫) মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম? 

উ:–পেন্টাগন

২৬) রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে? 

উ:–২০১৪ সালে

২৭। ৩ বাল্টিক রাষ্ট্রের নাম? 

উ:–লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া

২৮।  উ. কোরিয়ার উপর জাতিসংঘ নিষেজ্ঞা জারি করে? 

উ:–২০০৬ সালে

২৯।  ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী? 

উ:–নাফতালি বেনেট


  • রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত  এই https://www.knowlege.in/ পাতায় চোখ রাখুন

THANK YOU☝☝

 হোয়াটসঅ্যাপে যুক্ত হোন -https://chat.whatsapp.com/Dd4o2E40555F9NnVGXr196
PDF DOWNLOAD করো

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


Post a Comment

0 Comments

Ads Area