-->

Ads Area

রাশিয়ার সঙ্গে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

 

রাশিয়ার সঙ্গে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন



  •  রাশিয়ার সঙ্গে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন PDFটি শেয়ার করছি, । বিভিন্ন Competitive Exam-এ এই অংশ থেকে প্রশ্ন আসে। যেমন:-  যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সর্বাধিক শরণার্থী কোন দেশে আশ্রয় গ্রহণ করেছে ?রাশিয়া ইউক্রেন সামরিক আগ্রাসন শুরু করে ২০২২ সালের কোন তারিখে  ?  ইত্যাদি


১। রাশিয়ার সঙ্গে পৃথিবীর কতটি দেশের সীমান্ত আছে?

উ: = ১৪টি 

২। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সর্বাধিক শরণার্থী কোন দেশে আশ্রয় গ্রহণ করেছে?

উ: = পোল্যান্ড 

৩। রাশিয়া ইউরোপের কোন দেশে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করে ?

উ: = জার্মানি 

৪। ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পারমানবিক অস্ত্র নিষ্ক্রিয় করেছিল কত সালে ?

উ: = ১৯৯৪

৫। রাশিয়া ইউক্রেন সামরিক আগ্রাসন শুরু করে ২০২২ সালের কোন তারিখে ?

উ: = ২৪ ফেব্রুয়ারি

৬।বিশ্বের একটিমাত্র ভাষার দেশ হচ্ছে?

 উ: = উত্তর কোরিয়া।

৭।বিশ্বের সর্ব্বোচ্চ ভাষার দেশ? 

উ:  = পাপুয়া নিউগিনি।

৮।বিশ্বে বর্তমানে মোট ভাষার সংখ্যা -

 উ: =৭১৫১ টি।

৯।বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা - 

 উ: =ইংরেজি। 

১০।মাতৃভাষার সংখ্যা অনুসারে শীর্ষ ব্যবহৃত ভাষা -

উ:  =মান্দারিন। 

১১।ভারতের কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?

উ: = গণতান্ত্রিক ও গণপ্রজাতন্ত্রী সরকার ব্যবস্থা

১২। গণপ্রজাতন্ত্রী ভারতের সর্বোচ্চ আইন কি?

উ: = সংবিধান।

১৩।কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?

উ: = বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।

 ১৪।বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোনদেশের?

উ: = ভারত।

১৫। বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?

 উ:=আমেরিকা।

১৬।শেখ হাসিনা সাবমেরিন ঘাটি কোথায়??

- উ: = কক্সবাজার,পেকুয়া

১৭।সম্প্রতি কোন ঘূর্নিঝড় বঙ্গপোসাগরে আঘাত এনেছে?

-উ:=  গুলাব

১৮।বাংলাদেশ কবে গণটিকা চালু করে?

--উ: ৭ আগস্ট ২০২১

১৯।  ভারতেরএর পণ্য রপ্তানিতে সবচেয়ে বড় বাজার?

---উ: ইউরোপিয় ইউনিয়ন

২০।মাৎস্যন্যায় শব্দের অর্থ?

- --উ: অরাজকতা

২১।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় কোন জেলায় স্থাপিত হবে?

---উ:  লালমনিরহাট।

২২ ।নিউজিল্যান্ড এ ক্রাইস্টচার্চে হামলা ঘটে কবে?

---উ:  ১৫ মার্চ,২০১৯

২৩।দেশে প্রথমবারের মত শিক্ষাবিমা চালু হয়

--উ:- ১ মার্চ,২০২১

২৪। বঙ্গবন্ধু ও বঙ্গ বইটি লিখেছেন কে? 

---উ:  শাবলু শাহাবউদ্দিন ।

২৫।দেশের প্রথম বাংলা ব্রাউজার " দূরন্ত " এর যাত্রা শুরু হয়

--উ: - ২৮ ফেব্রুয়ারী, ২০২১


  • রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত  এই https://www.knowlege.in/পাতায় চোখ রাখুন

THANK YOU☝☝

 হোয়াটসঅ্যাপে যুক্ত হোন -https://chat.whatsapp.com/Dd4o2E40555F9NnVGXr196
PDF DOWNLOAD করো

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Post a Comment

0 Comments

Ads Area