![]() |
বল ও চাপ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর |
1. বস্তুর ভাসনের শর্ত লেখো। ?
উত্তরঃ (i) বস্তুর ওজন যদি প্লবতার চেয়ে কম হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু দ্বারা অপসারিত তরলের
ওজনের চেয়ে কম হয়, তাহলে বস্তুটি তরলের উপরিতলে ভাসবে।
![]() |
বস্তুর ভাসনের শর্ত |
(ii) বস্তুর ওজন যদি প্লবতার সমান হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের
সমান হয়, তাহলে বস্তুটি তরলের মধ্যে যে-কোনো স্থানে তরলে ডুবে থাকা অবস্থায় স্থির হয়ে ভাসবে।
2. বস্তুর নিমজ্জনের শর্ত লেখো।
উত্তরঃ বস্তুর ওজন যদি প্লবতার চেয়ে বেশি হয় অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু দ্বারা অপসারিত তরলের
ওজনের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি তরলে ডুবে যাবে।
3. একটি বস্তুকে সাধারণ জলে এবং লবণ জলে ডোবালে কোন্ ক্ষেত্রে প্লবতা বেশি হবে? কারণসহ
লেখো।
উত্তরঃ সাধারণ জল অপেক্ষা লবণ জলে প্লবতা বেশি হবে। কারণ লবণ জলের ঘনত্ব সাধারণ জলের
চেয়ে বেশি, তাই লবণ জলের প্লবতাও বেশি।
4. কোনো বস্তুকে জলে ডোবালে হালকা মনে হয় কেন?
উত্তরঃ কোনো বস্তুকে জলে ডোবালে বস্তুটির ওপর জল একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী
বল বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়াশীল বলে এই ঊর্ধ্বমুখী বলের প্রভাবে বস্তুর ওজনের আপাত
হ্রাস হয়। বস্তুর ওজনের আপাত হ্রাস বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান হয়, ফলে বস্তুকে
জলে ডোবালে হালকা মনে হয়।
5. ফুটবল জলে ভাসে কেন?
উত্তরঃ ফুটবলের ভিতরে বাতাস ঢোকানো থাকে। ফুটবল যে আয়তনের জল অপসারিত করে তার
ওজন বায়ুপূর্ণ ফুটবলের ওজনের চেয়ে অনেক বেশি। অর্থাৎ, বায়ুপূর্ণ ফুটবলের ওজন প্লবতার চেয়ে
অনেক কম। তাই ফুটবল জলে ভাসে।
6. জাহাজ জলে ভাসে কেন?
» জাহাজ এরূপভাবে তৈরি করা হয় যাতে সেটির তলদেশ বিশাল আয়তনে জল অপসরিত করে
7. নদীর জলের তুলনায় সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ কেন?
উত্তরঃ সমুদ্রজলের ঘনত্ব নদীর জলের ঘনত্ব অপেক্ষা বেশি হওয়ায় সমুদ্রজলের প্লবতা নদীর জলের
প্লবতা অপেক্ষা বেশি হয়। ফলে সমুদ্রজলে সাঁতার কাটা অপেক্ষাকৃত সহজ।
8. সমুদ্র থেকে মালভরতি জাহাজ যখন নদীতে প্রবেশ করে তখন আরও বেশি ডুবে যায় কেন?
উত্তরঃ সমুদ্রজলে দ্রবীভূত লবণের পরিমাণ খুব বেশি থাকে বলে এর ঘনত্ব নদীর জল অপেক্ষা বেশি
হয়। এজন্য সমুদ্রজলের প্লবতা অপেক্ষা নদীর জলের প্লবতা কম হয়। ফলে মালভরতি জাহাজ যখন
সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে, তখন ওই জাহাজ কর্তৃক অপসারিত জলের পরিমাণ অনেক বেশি
হয়। এ জন্যই জাহাজ আরও বেশি ডুবে যায়।
9. বরফ জলে ভাসে কেন?
উত্তরঃ জল যখন বরফে পরিণত হয় তখন তার আয়তন কিছুটা বেড়ে যায়। 11 সিসি জল বরফে পরিণত
হলে উৎপন্ন বরফের আয়তন 12 সিসি হয়। সুতরাং, 11 সিসি জল ও 12 সিসি বরফের ওজন সমান হয়।
বরফ জলে ভাসে আয়তনের এক টুকরো বরফ জলে ছেড়ে দিলে 11/12 অংশ বরফটি জলে ডুবতে
থাকে। তারপর যখন বরফের আয়তনের জলে ডুবে যায় তখন অপসারিত জলেরওজন ও বরফের
ওজন সমান হয়। ফলে এরপর বরফ আর ডোবে না, ওই আংশিক ডোবা অবস্থাতেই ভাসতে থাকে।
10. একখণ্ড লোহা জলে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি কড়াই জলে ভাসে কেন?
উত্তরঃ একখণ্ড লোহাকে জলে ডোবালে সেটি যে পরিমাণ জল অপসারিত করে তার ওজন লোহার
ওজনের চেয়ে কম। অর্থাৎ, লোহাখণ্ডের ওজন প্লবতার চেয়ে বেশি। ফলে লোহাখণ্ডটি জলে ডুবে যায়।
কিন্তু লোহাকে পিটিয়ে কড়াই তৈরি করলে সেটির তলদেশ বেশ প্রসারিত হয় এবং সেটির আয়তন
লোহাখণ্ড অপেক্ষা অনেক বেশি হয়। তাই লোহার তৈরি কড়াই জলে ছেড়ে দিলে সেটির দ্বারা
অপসারিত জলের ওজন, কড়াই-এর ওজনের চেয়ে অনেক বেশি হয়। সেই জন্য কড়াই জলে ভাসে।
11. ডুবোজাহাজ বা সাবমেরিন জলে ডোবে ও ভাসে কীভাবে?
উত্তরঃ ডুবোজাহাজ ইচ্ছামতো জলের উপর ভাসতে পারে অথবা জলের নীচ দিয়ে যেতে পারে।
ডুবোজাহাজে কতকগুলি প্রকোষ্ঠ থাকে। এদের ‘ব্যালাস্ট ট্যাংক' বলে। এই প্রকোষ্ঠগুলিকে ইচ্ছামতো
জলপূর্ণ বা জলশূন্য করা যায়। যখন ডুবোজাহাজের এই প্রকোষ্ঠগুলি খালি থাকে তখন ডুবোজাহাজের
ওজন সেটির দ্বারা অপসারিত জলের ওজনের থেকে কম থাকে। তখন সেটি জলে ভাসে। আবার যখন
প্রকোষ্ঠগুলি জল দ্বারা ভরতি করা হয়, তখন সেটির ওজন সম আয়তন জলের ওজনের থেকে বেশি
হয়, তখন ডুবোজাহাজ জলে ডুবে যায়।
12. মানুষ সাঁতার কাটে কী করে?
» মানুষের দেহ সম আয়তন জলের চেয়ে হালকা, কিন্তু মানুষের মাথা সমআয়তন জলের চেয়ে ভারী।
কাজেই দেহ সহজেই জলে ভাসে, কিন্তু মাথা জলে ডুবে যেতে চায়। তাই হাত-পা নেড়ে জলে চাপ দিয়ে
মাথাকে জলের উপর ভাসিয়ে রাখার কৌশলই হল সাঁতার কাটা। সমুদ্রের লবণাক্ত জলের ঘনত্ব, নদী বা
পুকুরের জলের তুলনায় বেশি। সেইজন্য নদী বা পুকুরে সাঁতার কাটার চেয়ে সমুদ্রে সাঁতার কাটা অনেক
সহজ।
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত এই https://www.knowledgeyogi.in/ পাতায় চোখ রাখুন।