-->

Ads Area

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা পিডিএফ



পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা পিডিএফ
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা 


পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প | পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প এই টপিকটি থেকে বিভিন্ন

 চাকরিরপরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আর তাই আজকের পোস্টে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প

 PDF টি শেয়ার করলাম। যার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, সূচনাকাল ওউদ্দেশ্য খুব

  সুন্দরভাবে দেওয়া আছে। 



                                                  পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প


সবলা প্রকল্প

■ উদ্দেশ্যঃ কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা।


গীতাঞ্জলী প্রকল্প

■ উদ্দেশ্যঃ প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা।


পথসাথী প্রকল্প

■ উদ্দেশ্যঃ পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার, আহার ও রাতে থাকার ব্যবস্থা।


উৎসশ্রী প্রকল্প

■ উদ্দেশ্যঃ যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারী বিদ্যালয়ে কর্মরত আছেন, তারা

 বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শুন্যপদ থাকলে আবেদন করতে পারবেন।

হাসির আলো প্রকল্প

■ সূচনাকালঃ ২০২০

■ উদ্দেশ্যঃ গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক ৭৫ ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার

 করেন, তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। 

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প

■ সূচনাকালঃ ২০২১

■ উদ্দেশ্যঃ পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

 ■ সূচনাকালঃ ২০২১

■ উদ্দেশ্যঃ মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান।

মা প্ৰকল্প

■ সূচনাকালঃ ২০২১

■ উদ্দেশ্যঃ দরিদ্র মানুষদের জন্য ৫ টাকায় ডিম ও ভাত প্রদান।

নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প

■ উদ্দেশ্যঃ রাজ্যের ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় এবং আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার মান

 উন্নয়ন।

স্নেহালয় প্রকল্প

 ■ সূচনাকালঃ ২০২০

■ উদ্দেশ্যঃ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান।

স্নেহের পরশ প্রকল্প

■সূচনাকালঃ ২০২০

■উদ্দেশ্যঃ পরিযায়ী শ্রমিকদের জন্য ১ হাজার টাকা প্রদান।

বন্ধু প্রকল্প প্রকল্প

■ সূচনাকালঃ ২০২০

■ উদ্দেশ্যঃ ৬০ বছরের বেশি বয়সের তফশিলি জাতির মানুষদের প্রতি মাসে ১ হাজার টাকা করে বার্ধক্য

 ভাতা প্রদান।

বাংলাশ্রী প্রকল্প

■ সূচনাকালঃ ২০২০

■ উদ্দেশ্যঃ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান।

চা সুন্দরী প্রকল্প

■সূচনাকালঃ ২০২০

■ উদ্দেশ্যঃ চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া।


কৃষক বন্ধু প্রকল্প

■সূচনাকালঃ ২০১৯

■ উদ্দেশ্যঃ কৃষকদের আর্থিক অনুদান এবং ২ লক্ষ টাকার জীবন বীমা।


জাগো প্রকল্প প্রকল্প

■ সূচনাকালঃ ২০১৯

■ উদ্দেশ্যঃ স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫ হাজার টাকা প্রদান।


পথশ্রী প্রকল্প

■সূচনাকালঃ ২০২০

■ উদ্দেশ্যঃ বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান।

স্নেহালয় প্রকল্প

■সূচনাকালঃ ২০২০

■ উদ্দেশ্যঃ পুরানো সড়কের মেরামত।


দুয়ারে সরকার প্রকল্প

সূচনাকালঃ ২০২০

| উদ্দেশ্যঃ রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া।


স্বাস্থ্য সাথী প্রকল্প

■ সূচনাকালঃ ২০১৬

■ উদ্দেশ্যঃ ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান।


উৎকর্ষ বাংলা প্রকল্প

■ সূচনাকালঃ ২০১৬

■ উদ্দেশ্যঃ শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া।


সেফ ড্রাইভ সেভ লাইফ

■সূচনাকালঃ ২০১৬

■ উদ্দেশ্যঃ পথ দুর্ঘটনা আটকানো।


রুপশ্রী প্রকল্প

■সূচনাকালঃ ২০১৮

■ উদ্দেশ্যঃ ১৮ বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা প্রদান।


মানবিক পেনশন প্রকল্প

■ সূচনাকালঃ ২০১৮

■ উদ্দেশ্যঃ প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ১ হাজার টাকা প্রদান।

কৃষক বন্ধু প্রকল্প

■  সূচনাকালঃ ২০১৯

■  উদ্দেশ্যঃ কৃষকদের 'আর্থিক এবং ১ লক্ষ টাকার

মুক্তির আলো প্রকল্প

■ সূচনাকালঃ ২০১৫

■ উদ্দেশ্যঃ আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের, নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ

 প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা।

খাদ্যসাথী প্রকল্প

■  সূচনাকালঃ ২০১৬

■  উদ্দেশ্যঃ প্রকল্প আওতাভুক্তদের মাথাপিছু ২ টাকা কেজি দরে চাল ও গম প্রদান।

সবুজশ্রী প্রকল্প

■ সূচনাকালঃ ২০১৬

■ উদ্দেশ্যঃ এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারা গাছ দেওয়া

 হচ্ছে।

সমব্যথী প্রকল্প

■ সূচনাকালঃ ২০১৬

■  উদ্দেশ্যঃ দরিদ্র মানুষের পরিজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় ২ হাজার টাকা প্রদান।

 ঐক্যশ্রী প্রকল্প

■ সূচনাকালঃ ২০১৪

■  উদ্দেশ্যঃ সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান।

কর্মতীর্থ প্রকল্প

■ সূচনাকালঃ ২০১৪

■ উদ্দেশ্যঃ স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি।

সামাজিক সুরক্ষা যোজনা

■ সূচনাকালঃ ২০১৪

■  উদ্দেশ্যঃ দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ

 টাকা প্রদান।

সুফল বাংলা প্রকল্প

সূচনাকালঃ ২০১৪

■ উদ্দেশ্যঃ চাষীদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে

 মানুষের কাছে পৌঁছে দেওয়া।

সবুজ সাথী প্রকল্প

■ সূচনাকালঃ ২০১৫

■ উদ্দেশ্যঃ নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকাল প্রদান।

মাতৃযান প্রকল্প

■ সূচনাকালঃ ২০১১

■ উদ্দেশ্যঃ প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা।

যুবশ্রী প্রকল্প

■  সূচনাকালঃ ২০১৩

■ উদ্দেশ্যঃ বাল্য বিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করা হল এই প্রকল্পের উদ্দেশ্য। ১৩-১৮ বছর

 বয়স পর্যন্ত বার্ষিক ১ হাজার টাকা এবং ১৮ বছর বয়সের পর এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে।

 এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদফতর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি

 পেয়েছে।

  • রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত  এই https://www.knowledgeyogi.in/ পাতায় চোখ রাখুন

THANK YOU☝☝

 হোয়াটসঅ্যাপে যুক্ত হোন -https://chat.whatsapp.com/Dd4o2E40555F9NnVGXr196
PDF DOWNLOAD করো

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Post a Comment

0 Comments

Ads Area