অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
- আজ বল ও চাপ (Force and Pressure) অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বিষয়াবলী PDFটি শেয়ার করছি, । বিভিন্ন Competitive Exam-এ এই অংশ থেকে প্রশ্ন আসে। যেমন:- CGS পদ্ধতিতে বলের পরম একক কী ? ঘনত্ব কাকে বলে ? ইত্যাদি।
1. নিউটনের কোন্ গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় ?
উত্তরঃ নিউটনের প্রথম গতিসূত্র থেকে।
2. নিউটনের কোন্ গতিসূত্র থেকে বল পরিমাপের সমীকরণ পাওয়া যায়?
উত্তরঃ» নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে।
3. বল পরিমাপের সমীকরণটি লেখো।
উত্তরঃ» প্রযুক্ত বল = বস্তুর ভর × বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ।
4. CGS পদ্ধতিতে বলের পরম একক কী?
উত্তরঃ>> ডাইন।
5. SI পদ্ধতিতে বলের পরম একক কী?
উত্তরঃ>> নিউটন।
6. 1 কেজি ভরের বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটিতে
কত ত্বরণ উৎপন্ন হবে?
উত্তরঃ>> 1 মিটার/সেকেন্ড।
7. 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে তার কেন্দ্রের
দিকে আকর্ষণ করে তার মান কত?
উত্তরঃ>> 9.8 নিউটন।
8. 10 কেজি ভরের একটি বস্তুকে টেবিলের উপর রাখলে বস্তুটি টেবিলের উপর কত বল প্রয়োগ করবে ?
উত্তরঃ প্রযুক্ত বল = (9.8 × 10) নিউটন = 98 নিউটন।
9. 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দিয়ে আকর্ষণ করে?
উত্তরঃ >> আকর্ষণ বল = (9.8 × 3) নিউটন = 29.4 নিউটন।
10. টেবিলের উপর রাখা 10 কেজি ভরের একটি বস্তুকে 5 নিউটন বল দ্বারা টানা সত্ত্বেও বস্তুটি স্থির
আছে। ঘর্ষণ বলের মান কত?
উত্তরঃ » 5 নিউটন।
11. ঘর্ষণ বল কোন্ দিকে ক্রিয়া করে?
উত্তরঃ ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে।
12. টেবিলের উপর একটি বস্তু স্থির অবস্থায় আছে। বস্তুটিকে কেউ টানছে না। বস্তুটির স্থির অবস্থার ঘর্ষণ
বলের মান কত?
উত্তরঃ ঘর্ষণ বলের মান শূন্য।
13. একটি বস্তুকে মেঝের উপর দিয়ে টেনে নিয়ে গেলে বস্তুটিতে কোন্প্রকারের ঘর্ষণ বল ক্রিয়া করে?
উত্তরঃ >> গতিশীল অবস্থার ঘর্ষণ বল।
14. কোনো বস্তু যখন একটি নির্দিষ্ট তলের উপর স্থির থাকে, তখন ওই বস্তু ও তলের মধ্যেকার স্থির
অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কি সবসময় একই থাকে, না ওই তলের সমান্তরালে দেওয়া টানের
পরিমাণের সঙ্গে বদলায় ?
উত্তরঃ স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান সবসময় একই থাকে।
15. স্পর্শতলের ক্ষেত্রফল বেশি হলে স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কি বেশি হয় ?
উত্তরঃ স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান সর্বদা একই থাকে, বস্তুর স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর
নির্ভর করে না।
16. ঘর্ষণ বল সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কীভাবে ক্রিয়া করে?
উত্তরঃ >> ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে।
17. স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বস্তুর ওজনের সঙ্গে কীভাবে নির্ভর করে?
উত্তরঃ বস্তুর ওজন যত বেশি হয় স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও তত বেশি হয়।
18. ঘনত্ব কাকে বলে?
উত্তরঃ কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে।
19. ঘনত্ব পরিমাপের সূত্র কী?
উত্তরঃ ঘনত্ব = বস্তুর ভর / বস্তুর আয়তন
20. CGS পদ্ধতিতে ঘনত্বের একক কী ?
উত্তরঃ » CGS পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম/ঘনসেমি।
21. SI পদ্ধতিতে ঘনত্বের একক কী ?
উত্তরঃ SI পদ্ধতিতে ঘনত্বের একক কিলোগ্রাম/ঘনমিটার।
22. বিশুদ্ধ জলের ঘনত্ব কত?
উত্তরঃ বিশুদ্ধ জলের ঘনত্ব 1 গ্রাম/ঘনসেমি।
23. বিশুদ্ধ পারদের ঘনত্ব কত?
উত্তরঃ বিশুদ্ধ পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ঘনসেমি।
24. 1 ঘনসেমি পারদের ভর কত?
উত্তরঃ>> 13.6 গ্রাম।
25. সোনার ঘনত্ব 19.3 গ্রাম/ঘনসেমি হলে 10 ঘনসেমি সোনার ভর কত?
উত্তরঃ > 10 ঘনসেমি সোনার ভর = (19.3 × 10) গ্রাম = 193 গ্রাম।
26. 20 ঘনসেমি আয়তনের একটি বস্তুর ভর 30 গ্রাম। ওই বস্তুর ঘনত্ব কত?
উত্তরঃ ঘনত্ব = 30 গ্রাম / 20 ঘনসেমি = 1.5 গ্রাম/ঘনসেমি।
27. সরষের তেল জলে ভাসে। কোন্ তরলটির ঘনত্ব বেশি—জলের, না কি সরষের তেলের?
উত্তরঃ জলের ঘনত্ব বেশি।
28. পারদ জলে ডুবে যায় কেন?
উত্তরঃ, পারদের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে বেশি, তাই পারদ জলে ডুবে যায়।
29. লোহার ঘনত্ব 7.2 গ্রাম/ঘনসেমি এবং পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ ঘনসেমি হলে লোহা পারদে ভাসবে
না ডুবে যাবে?
উত্তরঃ পারদ অপেক্ষা লোহার ঘনত্ব কম, তাই পারদে লোহা ভাসবে।
30. চাপ পরিমাপের সূত্রটি লেখো।
>> চাপ = বল / ক্ষেত্রফল
31. তরল পদার্থের চাপ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তরঃ » তরল পদার্থের চাপ তরলের গভীরতা (উচ্চতা) এবং তরলের ঘনত্বের ওপর নির্ভর করে।
32. একটি গামলা ও একটি 2 লিটার মাপের বোতল জল ভরতি করা হল। উভয়ক্ষেত্রে জলের
উপরিতলের উচ্চতা সমান। কোন্ ক্ষেত্রে জলের চাপ বেশি? গামলার মেঝের কেন্দ্রবিন্দুতে না,
বোতলের মেঝের কেন্দ্রবিন্দুতে?
উত্তরঃ >> উভয়ক্ষেত্রে জলের চাপ সমান।
33. একটি বোতলে 1 কেজি জল আছে। বোতলের তলার ক্ষেত্রফল 20 বর্গসেমি হলে বোতলের
তলদেশের কোনো বিন্দুতে জলের চাপ কত হবে?
উত্তরঃ » 1kg জলের ওজন = 9.8 নিউটন।
. চাপ = 9.8 নিউটন / 20 বর্গসেমি = 0.49 নিউটন/বর্গসেমি।
34. 2 লিটার মাপের দুটি বোতলের একটি জল দ্বারা ভরতি করা হল এবং অপরটি গাঢ় লবণ জল দিয়ে
ভরতি করা হল? কোন্ বোতলটির ভর বেশি তা কারণসহ লেখো।
উত্তরঃ >>, লবণ জলের বোতলের ভর বেশি। কারণ লবণ জলের ঘনত্ব বেশি।
35. একটি খুব মোটা নল (A) এবং একটি সরু নল (B) অপর একটি সংযোগকারী নল দ্বারা যুক্ত আছে।
সংযোগকারী নলে একটি চাবি আছে। চাবি বন্ধ করে A এবং B নল দুটিতে এমনভাবে জল ভরা
হল যাতে A নলের জলের ভর ও আয়তন বেশি হয়, কিন্তু B নলের জলের উচ্চতা বেশি হয়। এখন চাবিটি
খুলে দিলে জল কোনদিকে প্রবাহিত হবে?
উত্তরঃ >> জল B নল থেকে A নলের দিকে প্রবাহিত হবে।
36. স্থির তরলের উপরিতল কীভাবে অবস্থান করে?
উত্তরঃ স্থির তরলের উপরিতল সর্বদা একই সমতলে থাকে।
37. বায়ুর চাপে জল কত উচ্চতা পর্যন্ত উঠতে পারে?
উত্তরঃ >> 10 মিটার।
38. বায়ুর চাপে পারদ কত উচ্চতা পর্যন্ত উঠতে পারে?
উত্তরঃ>> 76 সেমি।
39. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত?
উত্তরঃ >> প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভের চাপের সমান।
তা, হল 1.014 × 10° ডাইন/বর্গসেমি।
40. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কী বোঝো?
উত্তরঃ >> 76 সেমি পারদস্তম্ভের চাপের মানকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে।
41. পৃথিবীপৃষ্ঠে প্রতি বর্গসেমিতে বায়ুর চাপের পরিমাণ কত?
উত্তরঃ >> 1.014 × 106 ডাইন।
42. 10 মিটার জলস্তম্ভের তুলনায় পারদস্তম্ভের উচ্চতা কত হবে?
উত্তরঃ» 76 সেন্টিমিটার।
43. চাপ ও বলের মধ্যে সম্পর্ক কী ?
উত্তরঃ >> বল = চাপ × ক্ষেত্রফল।
44. A বর্গ পরিমিত ক্ষেত্রে F বল প্রযুক্ত হওয়ায় P চাপ উৎপন্ন হয়। A, F এবং P-এর সম্পর্ক কী?
উত্তরঃ >> F=PxA
45. কোনো বস্তুকে স্থির তরলে আংশিক বা সম্পূর্ণভাবে ডোবালে বস্তুটির ওজন বস্তু কর্তৃক অপসারিত
তরলের ওজনের সমান- কমে যায়—এটি কার সূত্র?
উত্তরঃ আর্কিমিডিসের সূত্র
46. একটি ভারী বস্তুকে জলের মধ্যে হালকা মনে হয় কেন?
উত্তরঃ >> ভারী বস্তুকে জলে ডোবালে সেটির উপর একটি ঊর্ধ্বমুখী বল (প্লবতা)।ক্রিয়া করে। তাই বস্তুটি
হালকা মনে হয়
47. বস্তুর আপাত ওজন বলতে কী বোঝো?
উত্তরঃ>> বস্তুর আপাত ওজন = বায়ুতে বস্তুর ওজন – বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন।
48. জলের প্লবতা কী?
উত্তরঃ জলের ঊর্ধ্বমুখী বলকে জলের প্লবতা বলে।
49. তরলের ঘনত্বের সঙ্গে তরলের প্লবতার সম্পর্ক কী?
উত্তরঃ >> তরলের ঘনত্ব কমলে তরলের প্লবতা কমে এবং তরলের ঘনত্ব বাড়লে তরলের প্লবতা বাড়ে।
50. বস্তুর আয়তন বৃদ্ধিতে ওর প্লবতার কী পরিবর্তন হয়?
উত্তরঃ বস্তুর আয়তন বৃদ্ধিতে প্লবতা বৃদ্ধি পায়।
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত এই https://www.knowlege.in/পাতায় চোখ রাখুন।