-->

Ads Area

General Knowledge Bengali PDF

General Knowledge Bengali PDF


Knowledge Yogi প্রশ্ন এবং  উত্তরগুলি নীচে দেখুন। সমস্ত বিষয়  পরীক্ষা এবং সাধারণ কুইজে জিজ্ঞাসা করা প্রশ্ন অনুসারে কভার করা হয়। এটি GK দক্ষতা উন্নত করবে এবং বিষয়গত জ্ঞানও বাড়াবে। এবং বিভিন্ন Competitive Exam-এ এই অংশ থেকে প্রশ্ন আসে


1। সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী হয়?

উত্তরঃ ১৬১০ খ্রিস্টাব্দে।

2। পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান কবে?

উত্তরঃ ১৮৯৩ খ্রিস্টাব্দে।

3। আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হয় কবে?

উত্তরঃ ১৮৯৬ খ্রিস্টাব্দে।

4। কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম হয়?

উত্তরঃ ১৮৯৯ সালে।

5। বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী হয়-

উত্তরঃ ১৯০৫ সালে।

6। চর্যাপদ আবিষ্কৃত হয় কবে?

উত্তরঃ ১৯০৭ সালে।

7। বঙ্গভঙ্গ কত সালে রদ হয়?

উত্তরঃ ১৯১১ সালে।

8। ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয়-

উত্তরঃ ১২০৪ সালে।

9। ওয়াটার লুর যুদ্ধ হয়-

উত্তরঃ ১৮১৫ খ্রিস্টাব্দে।

10। তিতুমীরের বাঁশের কেল্লা নির্মাণ করা হয় কত সালে?

উত্তরঃ ১৮৩১ সালে।

11। কম্ববাসের আমেরিকা আবিষ্কার হয়-

উত্তরঃ ১৪৯২।

12। ভাস্কো ডা গামার ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার হয়-

উত্তরঃ ১৪৯৮ সালে।

13। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়?

উত্তরঃ ১৫২৬ সালে।

14। পানি পথের ৩য় যুদ্ধ হয়?

উত্তরঃ ১৭৬১ সালে।

15। বক্সারের যুদ্ধ হয়-

উত্তরঃ ১৭৬৪ সালে।

16।শহীদ মিনারের স্থপতি কে? 

  উ:  হামিদুর রহমান।

17।জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

    উ: সৈয়দ মাইনুল হোসেন।

18।"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

গানটির সুরকার কে? 

  উ:  আলতাফ মাহমুদ(প্রথম ছিলেন - আব্দুল লতিফ)। 

19।"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা /গীতিকার -

   উ: আব্দুল গাফফার চৌধুরী।

 20।এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কবে?

  উ:১৯৫৩ সালে (তেনজিং হিলারি)।

21।অলিম্পিক গেমস এ ক্রিকেট যুক্ত হবে?

 উ:২০২৮ এ

22।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আবিষ্কার করা নতুন ব্যাঙ এর নাম কি?

 উ: Raorchestes razakhani

23।কৃষি বিপণনের সরকারী এপ এর নাম কি?

উ: সদাই

24।মাদারীপুর জেলার নতুন উপজেলার নাম কি?

উ: ডাসার

25।বিশ্বের সেরা এয়ারওয়েজ

উ: কাতার এয়ারলাইন্স

26। বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?

উঃ- ২৩ মার্চ, ১৯৭২।

27। বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?

উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।

28।গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?

উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।

29।কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?

উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।

30। বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?

উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।

31।সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?

উঃ- ৩৪ জন।

32।সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?

উঃ- ডঃ কামাল হোসেন।

33।সংবিধান রচনা কমিটির একমাত্রমহিলা সদস্য কে ছিলেন?

উঃ- বেগম রাজিয়া বেগম।

34। বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?

উঃ- ২ টি। বাংলা ও ইংরেজি।

35। কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?

উঃ- প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।

36। কুরিল দ্বীপ কোথায় অবস্থিত?

উ: রাশিয়া 

37। ইউক্রেনের রাজধানীর নাম কী 

উ:Kyiv

38। আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী  আন্তর্জাতিক নেটওয়ার্কটি কী নামে পরিচিত ?

উ: সুইফট 

39। ওডেশা বন্দর কোন সাগরের তীরে অবস্থিত?

উ:কৃষ্ণসাগর

40। রাশিয়া ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে 

উ:দোনেৎস্ক ও লুহানস্ক 

41।ICDDRB এর গবেষকরা করোনার কোন ঔষধ এর কার্যকারিতা পেয়েছে?

উ: আইভারমেক্টিনl 


  • রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত  এই https://www.knowlege.in/পাতায় চোখ রাখুন

THANK YOU☝☝

 হোয়াটসঅ্যাপে যুক্ত হোন -https://chat.whatsapp.com/Dd4o2E40555F9NnVGXr196

PDF DOWNLOAD

Post a Comment

0 Comments

Ads Area