-->

Ads Area

General knowledge (সাধারণ জ্ঞানের )




সাধারণ জ্ঞানের তথ্যভাণ্ডার


General knowledge (সাধারণ জ্ঞানের )





1.রেল লাইনে দুটি পাতের মাঝে ফাঁক রাখা হয় কারণ - তাপ বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে

যেন বেঁকে না যায়।

2.NIA-র পুরো কথাটি হল- ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।

3.মগধের প্রথম রাজধানী ছিল- রাজগৃহ।

4.আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দের আইনজীবী ছিলেন—চিত্তরঞ্জন দাশ।

5.কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল ১৯৩০ সালে।

6.ঐতিহাসিক চন্দ্রগিরি দুর্গ অবস্থিত অন্ধ্রপ্রদেশে।

7.বেদের কোন অংশ আংশিক গদ্য ও পদ্যের মতো - মজুর্বেদ।

8.জন ওড়িশার হুমা মন্দির যে দেবতাকে উৎসর্গ করা হয়েছে- শিব।

9.একক বিহীন দু'টি ভৌত রাশি হল- আপেক্ষিক গুরুত্ব, আণবিক গুরুত্ব।

10.তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি লন্ধ একক হল- ভরবেগ।

11. পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাত - 175 সেমি।

12.বিশ্বের প্রথম উত্তর মেরু জয়ী হলেন- রবার্ট পেরি।

13.আরবি শব্দ 'মৌসম' কথার অর্থ হল- ঋতু।

14.হীরে বা সোনার ভর মাপতে যে একক ব্যবহৃত হয় - ক্যারাট।

15.অণু ও পরমাণুর ভর মাপতে যে একক ব্যবহৃত হয় - ডালটন বা AMU (Atomic

Mass Unit)

16.সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে সাধারণত যে এককের দ্বারা পরিমাপ করা হয়-

অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (IAU 1.495× 10" কিমি)।

17.রম্মন যে রাজ্যের ধর্মীয় অনুষ্ঠান- উত্তরাখণ্ড।

18.এশিয়ান গেমস প্রথম শুরু হয়েছিল ১৯৫১ সালে

19.সাঙ্গাই উৎসব যে রাজ্যে আয়োজিত হয়- মণিপুরে

20.Royal Kathina Ceremony' জড়িত বৌদ্ধধর্মের সঙ্গে।

21.ডেভিস কাপ যে খেলার সঙ্গে যুক্ত টেনিস

22.এক আলোকবর্ষ সমান কত - 9.467×10 কিমি (প্রায়)।

23.নির্দিষ্ট স্থানে কোনো বস্তুর ভর ও ওজনের মধ্যে সম্পর্ক হল- বস্তুর ওজন বস্তুর ভর ×

স্থানের অভিকর্ষজ ত্বরণ।

24.পৃথিবীর আকর্ষণ বল লোপ পেলে বস্তুর ও ভারের কি পরিবর্তন লক্ষ করা যায়- ভর

অপরিবর্তিত থাকবে, ভার শূন্য হবে।

25.টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন্ শক্তি, কোন্ শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎশক্তি,

শব্দশক্তিতে।


26.হৃদস্পন্দনের উপর প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুর প্রভাব হল— হৃদস্পন্দনের হার

কমায়।

27.একজন সুস্থ পূর্ণবয়স্ক লোকের স্বাভাবিক ব্লাড প্রেসার হল- 120/80 mm Hg

28. দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধের সূচনা হয়- ১৮০৩ খ্রিস্টাব্দে।

29.তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধের সূচনা হয় ১৮১৭ খ্রিস্টাব্দে।

30.পোর্টনাভর যুদ্ধ হয়েছিল ১৭৮১ খ্রিস্টাব্দে।

31. তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয় ১৭৯০ খ্রিস্টাব্দে।

32.পৃথিবীর যে স্থানে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হয় কেন্দ্রে।

33. কৃত্রিম উপগ্রহে বস্তুর ভর ও ওজনের যে পরিবর্তন ঘটে ভর অপরিবর্তিত থাকে

এবং ওজন শূন্য হয়।


34.পৃথিবীর যে স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক হয়– মেরু অঞ্চল।

35.সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি যে শক্তিতে রূপান্তরিত হয়- রাসায়নিক শক্তি।

36.আজ কোন্ ধরনের পদার্থে গলনাঙ্ক ও হিমাঙ্ক এক নয় অনিয়তাকার পদার্থ (মোন,

কাচ, চর্বি ইত্যাদি)।

37.ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেন- লর্ড কর্ণওয়ালিশ।

38.নিয়মিত পুলিশ বাহিনী প্রথম গড়ে তোলেন- লর্ড কর্ণওয়ালিশ।

39.শিখদের প্রথম গুরু ছিলেন- গুরু নানক।

40.অমৃতসর সরোবর খনন করেছিলেন- শিখগুরু রামদাস।

41.পঞ্চ 'ক'-এর প্রবর্তক ছিলেন গুরু গোবিন্দ সিংহ।

42.নোপোলিয়নের 'ক্ষুদ্র সংস্করণ' বলা হয়- রণজিৎ সিং-কে।

43.ওয়ারেন হেস্টিংস ‘অপমানজনক শাস্তি' আখ্যা দিয়েছিলেন- ম্যাঙ্গালোরের সন্ধিকে।

44.আফগান আমির শের আলি ও ব্রিটিশ বড়লাট লিটন উভয়ে স্বাক্ষর করেন-

গণ্ডামার্কের সন্ধি।

45.প্রেসার কুকারে জলীয় বাষ্পের চাপের পরিমাণ কত রাখা হয়— দুই বায়ুমণ্ডলীয়

চাপের সমান।

46. তাপ প্রয়োগে গলে না এমন দু'টি পদার্থ হল- ম্যাগনেশিয়াম অক্সাইড এবং

ক্যালশিয়াম অক্সাইড।


47.সিয়াচেন হিমবাহ যে পর্বতশ্রেণিতে অবস্থিত কারাকোরাম রাজস্থানের মরু অঞ্চলের

চলমান বালিয়াড়িকে বলা হয় প্রিয়ান।

48.অর্ধচন্দ্রকার বালিয়াড়িকে বলা হয়- বাখান।

49. কান্হা জাতীয় উদ্যান অবস্থিত- ছত্তিশগড়ে।

50.ব্রডগেজ রেলপথে দুটি লাইনের মাঝে দূরত্ব থাকে- 1.676 মিটার।

51.ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হল- অন্ধ্রপ্রদেশ।

52.ভেম্বানাদ কয়াল হল- একটি উপহ্রদ।

53.ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়- আহমেদাবাদকে।

54. সিস্টোলিক চাপের পরিমাণ হল 120mm / Hg

54.হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত স্নায়ুর নাম হল- ভেগাস।

55.ডায়াস্টোলিক প্রেসারের পরিমাণ হল- 80mm / Hg

56.পানিপথের তৃতীয় যুদ্ধের পর মারাঠা পেশোয়া হন মাধব রাও।

57.শেষ পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজীরাও।

58.0°C তাপমাত্রায়। গ্রাম বরফকে 0°C তাপমাত্রায় জলে পরিণত করতে যে পরিমাণ

তাপের প্রয়োজন হয় 80 ক্যালোরি।

58.বিশ্বের প্রথম দক্ষিণ মেরু জয়ী হলেন- আনুসেন।

59.আমেরিকার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র হল- কেপ কেনেডি।

60.ভারত ও চীনের সংযোগকারী সীমান্ত হল- ম্যাকমোহন লাইন।

61.তুরস্ক, ইতালির মুদ্রার নাম হল- লিরা।

'62.The Secret Chord' উপন্যাসটির লেখক জেরাণ্ডিন বুকস।

63.MPEG-এর সম্পূর্ণ রূপ- মুভিং পিকচার এক্সপার্টস গ্রুপ।


  • DOWNLOAD




  • রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত  এই https://www.knowledgeyogi.in/ পাতায় চোখ রাখুন

THANK YOU☝☝

 হোয়াটসঅ্যাপে যুক্ত হোন -https://chat.whatsapp.com/Dd4o2E40555F9NnVGXr196
PDF DOWNLOAD করো

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Post a Comment

0 Comments

Ads Area