45+ কম্পিউটার জিকে
১. কম্পিউটার শব্দের অর্থ কি?
উত্তরঃ গননাকারী যন্ত্র
২. আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেস
৩. কম্পিউটারের স্মৃতি কত প্রকার?
উত্তরঃ প্রধানত দুই প্রকার
4. LCD এর পূর্ণমান লিখ?
উত্তরঃ Liquid Crystal Display.
5. PC অর্থ কী?
উত্তরঃ Personal Computer.
৬. CPU কী?
উত্তরঃ Central Processing Unit
7. 1 KB = ?
উত্তরঃ 1 KB = 1024 Byte.
৮. কম্পিউটারের আবিষ্কারক কে?
উত্তরঃ হাওয়ার্ড এ্যাইকিন
৯. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
উত্তরঃ Rom
১০. কম্পিউটারে কোনটি নেই?
উত্তরঃ বুদ্ধি বিবেচনা
১১. ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব (Youtube) এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ
স্টিভ চ্যাল ও জাভেদ করিম
১২. কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
১৩. ই-মেইল কি?
উত্তরঃ
ইলেকট্রনিক মেইল
১৪. কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
উত্তরঃ মাইক্রো প্রসেসর
১৫. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
উত্তরঃ হার্ডওয়্যার
১৬. বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে?
উত্তরঃ বিল গেটস
১৭. কম্পিউটার বায়োস (BIOS) কি?
উত্তরঃ Basic Input-Output System
১৮. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়?
উত্তরঃ মাদারবোর্ড
১৯. কম্পিউটার র্যাম কি?
উত্তরঃ স্মৃতিশক্তি
২০. কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে?
উত্তরঃ হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
২১. ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ?
উত্তরঃ চীন
২২. IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার?
উত্তরঃ Intel 4004
২৩. কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়?
উত্তরঃ ১৯৭৯ সালে
২৪. কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?
উত্তরঃ ৪ প্রকার
২৫. চ্যাট (Chat) অর্থ কি?
উত্তরঃ খোশ গল্প করা
২৬. DVB এর সম্পূর্ণ নাম ?
উত্তরঃ Digital Versetile Disk.
২৭. কম্পিউটারের এই ‘#’চিহ্ন কে কি বলে?
উত্তরঃ হ্যাস চিহ্ন
২৮. ওয়েব অর্থ কি?
উত্তরঃ জাল
২৯. মাইক্রো শব্দের অর্থ কি?
উত্তরঃ ক্ষুদ্রাকার
৩০. অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়?
উত্তরঃ ইন্টারনেট
৩১. কম্পিউটারের ব্যবহার নয় কোনটি?
উত্তরঃ স্বপ্ন দেখা
৩২. মাউস ক্লিক বলতে কি বোঝায়?
উত্তরঃ মাউসের বাম বোতামে চাপা
৩৩. কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তরঃ Compute
৩৪. কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?
উত্তরঃ ৩ ধরনের
৩৫. পাওয়ার-পয়েন্ট ফাইলকে বলা হয়?
উত্তরঃ প্রেজেনটেশন
৩৬. কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয়?
উত্তরঃ পেনড্রাইভ
৩৭. বাংলা লেখার সফটওয়্যার?
উত্তরঃ বিজয়
৩৮. তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি?
উত্তরঃ ডাক বিভাগ
৪১. অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়?
উত্তরঃ ফন্ট ডায়লগ বক্সে
৩৯. অপারেটিং সিষ্টেম হচ্ছে?
উত্তরঃ মানুষের মসিত্মস্কের বুদ্ধি
40. Find কমান্ড থাকে কোন মেনুতে?
উত্তরঃ Edit
৪২. মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফ্টওয়্যার ?
উত্তরঃ প্ৰাণ
৪৩. কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে?
উত্তরঃ কম
৪৪. বিভিন্ন অক্ষর টাইপ করতে বোর্ডের কোথায় চাপ দিতে হয়?
উত্তরঃ বোতামে
৪৫. কত সালে অ্যাপেল অপারেটিং সিষ্টেম ৭.০ প্রবর্তন করেন?
উত্তরঃ ১৯৭১ সালে
পিডিএফ: DOWNLOAD
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত এই https://www.knowledgeyogi.in/ পাতায় চোখ রাখুন।