-->

Ads Area

নোবেল পুরস্কার ২০২১ pdf কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

 

নোবেল পুরস্কার ২০২১

নোবেল পুরস্কার  ২০২১ pdf  কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন


১৯০১ সাল থেকে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে এবং ১৯৬৯ সাল থেকে

 অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় ‘যাঁরা আন্তঃরাষ্ট্র সম্পর্ক, সেনাবাহিনীর সংকোচন বা

 অবলোপন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্ব্বোচ্চ ও সেরাটা বিশ্বের মানব সমাজকে উপহার  ৩১ জানুয়ারি

মধ্যরাত্রি ১২টা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হয়  | মার্চ মাস থেকে নোবেল কমিটিগুলির মাধ্যমে

 প্রতি ক্ষেত্রে শর্টলিস্ট করা হয় ।   অক্টোবর মাসে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় এবং প্রতি বছর

 ১০ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃতুদিনে নোবেল পুরস্কার প্রাপকগণের হাতে প্রদান করা হয়সুইডিশ

 পদার্থবিদ, রসায়নবিদ, ডিনামাইট আবিষ্কর্তা, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শাস্তিবাদী ও বিশিষ্ট লেখক

 অ্যালফ্রেড নোবেল ১৮৯৫ সালের ২৭ নভেম্বর তিনি তাঁর মোট সম্পত্তির ৯৪ শতাংশ প্রায় ৩১মিলিয়ন

 সুইডিশ ক্রোন অর্থ প্রদান করেন নোবেল পুরস্কার তহবিলের জন্য। নোবেল পুরস্কার প্রাপকগণের

 নির্বাচন করেন- (১) পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যায় সুইডেনের স্টকহোম থেকে ‘রয়্যাল

 সুইডিশঅ্যাকাডেমি'। (২) অর্থনীতিতে সুইডেনের‘সেভরিক রিক্সব্যাঙ্ক'। (৩) চিকিৎসাবিদ্যা বা মেডিসিন

 বিভাগে 'ক্যারোলিনস্কা ইনস্টিটিউট'। (৪) সাহিত্যে 'সুইডিশ অ্যাকাডেমি' এবং (4)

 শান্তিতে‘নরওয়েজিয়ান নোবেল কমিটি'। পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি স্বর্ণপদক, ডিপ্লোমাও

 পুরস্কার মূল্য হিসেবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার।



* পুরস্কার হিসাবে কী কী দেওয়া হয় :-

নোবেলের আর্থিক মূল্য হিসাবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার প্রদান করা হয়। আর্থিক মূল্য বাদেও

নোবেল পুরস্কার বিজয়ীদের একটি ডিপ্লোমা, ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া ১৮ ক্যারেটে

একটি সোনার পদক দেওয়া হয়।


* একাধিকবার নোবেল পুরস্কার প্রাপকগণ:-


  • মারী ক্যুরি স্কেলাডাওস্কা (ফ্রান্স, নাগরিক সূত্রে); পদার্থবিদ্যা (১৯০৩), রসায়ন (১৯১১)।
  •  লুই কার্ল পলিং (মার্কিন যুক্তরাষ্ট্র); রসায়ন (১৯৫৪), শান্তি (১৯৬২)।
  •  জন বার্ডিন (মার্কিন যুক্তরাষ্ট্র); পদার্থবিদ্যা (১৯৫৬ এবং ১৯৭২)।
  • ফ্রেডারিক স্যাংগার (ইংল্যান্ড); রসায়ন শাস্ত্র (১৯৫৮ এবং ১৯৮০)।
  • আন্তর্জাতিক রেডক্রস কমিটি তিন-তিনবার নোবেল শান্তি পুরস্কার জয় লাভ করেন যথাক্র, ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে।
  • ইউএনএইচসিআর দু'বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে। যথা- ১৯৫৪ ও ১৯৮১ সালে


 নোবেলজয়ী দম্পতি:-


  • পিয়ের কুরি ও মাদাম মেরি কুরি (ফ্রান্স); পদার্থবিদ্যা (১৯০৩)।
  • ফ্রেডরিক জলিয়ট ও আয়রিন জলিয়ট ক্যুরি (ফ্রান্স): রসায়নবিদ্যা (১৯৩৫)।
  • কার্ল ফার্দিনান্দ কুরি ও গ্রিটি থেরেসা কুরি (মার্কিন যুক্তরাষ্ট্র): চিকিৎসাবিজ্ঞান (১৯৪৭)।
  • সুইডেনের দম্পতি গান্নার মিরডাল— অর্থনীতি (১৯৭৪) ও আলভা মিরডাল— শান্তি (১৯৮২)।
  •  এডভার্ড মোজার ও মে-ব্রিট মোজার (নরওয়ে): চিকিৎসাবিজ্ঞান (২০১৪)।
  • অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (ভারত) ও এস্থার ডুফলো (ফ্রান্স)— অর্থনীতি-২০১৯


 নোবেলজয়ী পিতা-পুত্র:-


  •  স্যার উইলিয়াম ব্রাগ ও স্যার লরেন্স ব্রাগ (ইংল্যান্ড); পদার্থবিদ্যা (১৯১৫)।
  • ডেনমার্কের নীলস হেনরিক বোর-পদার্থবিদ্যা (১৯২২) ও অ্যাগেস নীলস বোর পদার্থবিদ্যা (১৯৭৫)
  •  সুইডেনের হ্যান্স ভন ইউলার চেলপিন—রসায়নবিদ্যা (১৯২৯) ও উলফ ভন ইউলার- চিকিৎসাবিদ্যা (১৯৭০)।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থার কর্নবার্গ-চিকিৎসাবিদ্যা (১৯৫৯) ও রজারডিকনবার্গ-রসায়নবিদ্যা (২০০৬)
  • সুইডেনের কার্ল মাগ্নি জর্জসিগবান-পদার্থবিদ্যা (১৯২৪) ও কাই এম সিগবান—পদার্থবিদ্যা (১৯৮১
  • ব্রিটেনের জে জে থমসন – পদার্থবিদ্যা (১৯০৬) ও জি.পি. থমসন – পদার্থবিদ্যা (১৯৩৭)


নোবেল জয়ী মা ও মেয়ে:-


-মেরি কুরি (ফ্রান্স), পদার্থবিদ্যা (১৯০৩) এবং আয়রিন জলিয়ন কুরি (ফ্রান্স) রসায়নবিদ্যা (১৯৩৫


নোবেল জয়ী দুই ভাই:-


নেদারল্যান্ডের জন টিনবারজেন-অর্থনীতি(১৯৬৯) ও নিকোলাস টিনবারজেন – চিকিৎসাবিদ (১৯৭৩)।


মরণোত্তর নোবেল:-


  • সুইডেনের ডাগ হামারহোল্ড–শান্তিতে (১৯৬১)।
  • সুইডেনের এরিক অ্যাক্সেল কার্লফেল্ড–সাহিত্যে (১৯৩১)।
  • কানাডার র‍্যালফ স্টেইনমন—চিকিৎসাবিজ্ঞান (২০১১)।


 অর্থনীতিতে প্রথম নোবেল প্রাপক (১৯৬৯):-


র‍্যাগনার ফ্রিশ (নরওয়ে) এবং জন টিম্বারজেন (নেদারল্যান্ড)।


 বিশ্বে প্রথম নোবেল বিজয়ী (১৯০১ সাল):-


  • পদার্থবিদ্যা— ডব্লিউ কে রন্টজেন (জার্মানি) / রসায়ন- জে এইচ ভ্যান্টহফ (নেদারল্যান্ড
  • সাহিত্য- রেনেসুলি প্রুধোম্মে (ফ্রান্স) ~ চিকিৎসা— এমিল অ্যাডলফ বেহরিং (জার্মানি
  • শান্তি – জন হেনরি দুনাস্ত (সুইৎজারল্যান্ড), ফ্রেডরিক প্যাসি (ফ্রান্স)

নোবেল পুরস্কারে ভারত:-

 প্রথম ভারতীয় নোবেল বিজয়ী : - রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে তার 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের

 ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার পান।

প্রথম ভারতীয় মহিলা নোবেল বিজয়িনী : - ১৯৭৯ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান মাদার

 টেরিজা (নাগরিক সূত্রে)।

ভারতীয় নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা

নোবেল প্রাপক

বিষয়

সাল

রবীন্দ্রনাথ ঠাকুর

সাহিত্য

১৯১৩

সি ভি রমন

পদার্থবিদ্যা

১৯৩০

হরগোবিন্দ খোরানা

চিকিৎসাবিদ্যা

১৯৬৮

মাদার টেরিজা (নাগরিক সূত্রে)

 

শান্তি

 

 

১৯৭৯

চন্দ্রশেখর সুব্রম্মানিয়ম

পদার্থবিদ্যা

১৯৮৩

অমর্ত্য সেন

অর্থনীতি

১৯৯৮

রাজেন্দ্র কে পচৌরি

শান্তি

২০০৭


Post a Comment

0 Comments

Ads Area