-->

Ads Area

বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ 2022

 

বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ 2022 

একটানা দুবছর যাবত থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। বিগত দু বছরের আর্থিক খরা কাটিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও রাজ্য তথা দেশের সর্বত্র জোর কদমে শুরু হয়েছে (GOVT JOB) নিয়োগ প্রক্রিয়া। চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার কর্মী (RECRUIT)) নিয়োগ হতে চলছে ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে থাকা(FINANCE MINISTRY) বন্ধন ব্যাঙ্কে। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন্ধন (BANDHAN BANK) ব্যাঙ্কের মুখ্য আঞ্চলিক শাখার তরফ থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি (BANK JOB) করতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের একাধিক শাখায় ।

এই মুহূর্তে দেশের 34 টি রাজ্যে এবং দুটি কেন্দ্ৰ শাসিত অঞ্চলেই শাখা রয়েছে বন্ধন(BANDHAN BANK) ব্যাঙ্কের। এক্ষেত্রে 5639 টি শাখায় বর্তমানে বন্ধন ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা প্রায় 2 কোটি 63 লক্ষ। গ্রাহক পরিষেবার ক্ষেত্রে আরও তরান্বিত পরিষেবা চালু করতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে বন্ধন ব্যাঙ্ক মারফৎ। তবে দেশের একাধিক রাজ্যে শাখা অফিস থাকলেও এ রাজ্যের মাটিতেই রয়েছে বন্ধন ব্যাঙ্কের প্রধান ও মুখ্য কার্যালয়।

তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই এই খবরটি বিস্তারিত পড়বেন। এছাড়াও এই পদের জন্য প্রকাশিত অফিশিয়াল বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য নীচে দেওয়া আছে।

» এই নিবন্ধে, যে সমস্ত নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে :

বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ 2022 



● বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ 2022 

● পদের নাম

● শিক্ষাগত যোগ্যতা

● চাকরিপ্রার্থীর বয়স সীমা

● মাসিক বেতন

● আবেদন মাধ্যম

● আবেদনের শেষ তারিখ

● নিয়োগ পদ্ধতি

● সমস্ত অফিশিয়াল লিংক



পদের নাম :  গ্রাহক পরিষেবা আধিকারিক (Customer Service Executive DSA)

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ অথবা স্নাতক উত্তীর্ণ হতে হবে।

চাকরিপ্রার্থীর বয়স সীমা : যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ১৮ থেকে ২৯ বছরের মধ্যে ।

মাসিক বেতন : এই চাকরির জন্য চাকরিপ্রার্থীদের কে উপযুক্ত মাসিক বেতন দেওয়া হবে। এছাড়াও বেতন সম্পর্কিত আরও বিস্তারিত জানতে হলে অফিশিয়াল নোটিফিকেশনটি চেক করুন।

আবেদন মাধ্যম : সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে বন্ধন ব্যাঙ্কের ওয়েব সাইটে গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউনলোড করতে হবে এবং তারপর ওই আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। সবশেষে নিজের সই স্ক্যান করে আবেদন পত্র সাবমিট করতে হবে।

আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলি সঙ্গে রাখবেন :

1. মাধ্যমিকের এডমিট কার্ড বা বয়সে প্রমাণপত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. আধার কার্ড অথবা ভোটার কার্ড
4. পাসপোর্ট সাইজের ফটোকপি
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. এছাড়াও অন্যান্য

আবেদনের শেষ তারিখ : এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে 17/09/2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে।

যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক
তারা অবশ্যই নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়বেন তারপর আবেদন করবেন।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

APPLY LINK: ncs.gov.in




MORE JOB

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে SSC নিয়োগের বিজ্ঞপ্তি জারি| Govt Job Recruitment 2022


দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা অধীর আগ্রহের সঙ্গে বসে রয়েছেন SSC পরীক্ষার জন্য। অবশেষে স্বপ্ন সত্যি হলো, দীর্ঘ প্রতীক্ষা ও নানান তালবাহানার পর অবশেষে SSC এর মাধ্যমে অন্যান্য পদের সঙ্গে সঙ্গে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উচ্চ মাধ্যমিক পাশেই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে SSC দপ্তর। এখানে সমস্ত ধরনের চাকরি প্রার্থীরা অর্থাৎ পুরুষ ও মহিলা সকলেই আবেদন করার সুযোগ পাবেন। যারা দীর্ঘদিন ধরে চাকরির আশায় বসে রয়েছেন তাদের জন্য অবশ্যই এটি নতুন করে চাকরির একটি বিরাট বড় সুখবর। অনেকদিন পরে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।ত্র তাহলে কেন আপনি এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করে সরাসরি অনলাইনে আবেদন করুন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে।


1. পদের নাম : SSC দপ্তরের মাধ্যমে সরাসরি গ্রুপ সি (স্টেনোগ্ৰাফার) পদে নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা : এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ সমস্ত চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করার সুযোগ পাবেন।

বয়স সীমা : এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী 18 বছর থেকে 30 বছর বয়স হলেই আবেদন করতে পারবেন। তবে এখানে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বিশেষ সুবিধা রয়েছে। যারা SC/ST ক্যাটাগরির চাকরি প্রার্থী তারা এখানে সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর বয়সের ছাড় পাবেন। OBC ক্যাটাগরির চাকরি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর বয়সের ছাড় পাবেন।

2. পদের নাম : SSC দপ্তরের মাধ্যমে সরাসরি গ্রুপ ডি (স্টেনোগ্ৰাফার) পদে নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা : এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ সমস্ত চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করার সুযোগ পাবেন।

বয়স সীমা : এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী 18 বছর থেকে 30 বছর বয়স হলেই আবেদন করতে পারবেন। তবে এখানে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বিশেষ সুবিধা রয়েছে। যারা SC/ST ক্যাটাগরির চাকরি প্রার্থী তারা এখানে সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর বয়সের ছাড় পাবেন। OBC ক্যাটাগরির চাকরি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি : এখানে চাকরিপ্রার্থীদেরকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন তাদের সুবিধার্থে নিচে সরাসরি আবেদন পদ্ধতি বিস্তারিত ভাবে আলোচনা করা হলো -


1. প্রথমে চাকরিপ্রার্থীদের SSC ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার যদি আগে থেকে SSC ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, তবে যারা প্রথমবার আবেদন করছেন তাদের এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।

2. রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে একটি আইডি নাম্বার দেওয়া হবে। আপনি সেই আইডি নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে মূল ফর্মটি ফিলাপ করতে পারেন।।

3. এরপর চাকরিপ্রার্থীদের সমস্ত ব্যক্তিগত যোগ্যতার তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

4. এরপর চাকরিপ্রার্থীদের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।

5. এরপর জেনারেল ও OBC চাকরি পারতে হলে বেদন মূল্য দিতে হবে এবং অন্যান্য ক্যাটাগোরির(SC,ST,PH) দিতে হবে না চাকরিপ্রার্থী হলে আবেদন মূল্য

6. অবশেষে চাকরিপ্রার্থীদের ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে রাখতে হবে।

এখানে আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন:

1. মাধ্যমিকের এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র
2. সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট
3. পাসপোর্ট সাইজের ফটোকপি
4. প্রার্থীর নিজস্ব সিগনেচার
5. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
6. আধার কার্ড অথবা ভোটার কার্ড
7. এছাড়াও অন্যান্য

আবেদনের মূল্য : আপনি যদি জেনারেল বা OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন মূল্য হিসেবে 100 টাকা দিতে হবে এবং আপনি যদি অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী(SC/ST/PH) হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনের শেষ তারিখ : সে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। তবে এখানে আবেদন মূল্য ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত জমা করা যাবে।

নিয়োগ পদ্ধতি : 

এখানে চাকরিপ্রার্থীদেরকে লিখিত পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

যে সমস্ত চাকরিপ্রার্থীরা উপরিউক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়বেন তারপর আবেদন করবেন।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE : ssc.nic.in



চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত খবরা খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে যুক্ত হন :https://www.facebook.com/groups/1411503455991486


MORE JOB

আধার দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। Aadhaar Department Group C Recruitment


নয়াদিল্লী : আপনি কি কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের অবসর প্রাপ্ত সরকারি কর্মী। তাহলে আর একমুহূর্ত সময় নষ্ট করবেন না। এবার রাজ্য অথবা কেন্দ্ৰ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব সামাল দেওয়া কর্মীদের জন্য বেশ মোটা অঙ্কের চাকরির সুযোগ।এ বিষয়ে ভারত সরকারের তথ্য(ELECTRONICS & INFORMATION) প্রযুক্তি মন্ত্রক মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে নিযুক্ত হওয়া কর্মীকে ইউনিক আইডেন্টিফিকেশন(UIDAI) অথরিটি অব ইন্ডিয়া বা আধার দফতরের অধীনে কাজ করতে হবে। দেশের যেকোনো স্থানের প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের যোগ্য। তবে নিযুক্ত হওয়া কর্মীকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার অধীনে নিয়োগ করা হবে। তবে আসুন নিম্নলিখিত প্রতিবেদনটি পড়ে আবেদন ও নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। Aadhaar Department Group C Reqruitment


তথ্যপ্রযুক্তি মন্ত্রক মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট চারটি শূণ্যপদ পূরণের জন্য আবেদনকারীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। ওই পদগুলি হলো -

1. ডেপুটি ডাইরেক্টর (Dy. Director)

2. সেকশন অফিসার (Section Officer)

3. সিনিয়র অ্যাকাউন্ট অফিসার (Senior Account Officer)

4. হিসাব রক্ষক ( Accountant)


উল্লেখিত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে  আবেদনকারীকে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউনলোড করে তার একটি প্রিন্ট করে নিতে হবে। এরপর ওই ফর্মে আবেদনকারীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য যেমন- নাম, বাবার নাম,বয়স, প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা সহ ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের ছবি সাঁটিয়ে সংশ্লিষ্ট দফতরের অফিসে নির্দিষ্ট দিন - সময়ের মধ্যে পাঠাতে হবে।

এক্ষেত্রে আবেদন পত্র পাঠাতে হবে নিম্নলিখিত ঠিকানায় - TO The Director (HR), Unique Identification Authority of India, Regional office (UIDAI), First Floor, RIADA Central office Building,Namkum Industrial Area, Near STPI Lowadih,Ranchi -834010


উল্লেখিত পদে নিয়োগের আবেদনকারীর জমা করা ডকুমেন্টস ভালোভাবে খুঁটিয়ে দেখার পর আবেদনকারীর প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক মারফৎ

আবেদনের ক্ষেত্রে বয়সসীমা -

এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 56 বছরের মধ্যে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা -

আবেদনকারীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে পাশাপাশি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে প্রাসঙ্গিক কাজের ওপর অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন - 

www.uidai.gov.in-

আবেদনপত্র পাঠানো শেষ সময় সীমা 26/09/2022


চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত খবরা খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে যুক্ত হন 👇👇👇


  • রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত  এই https://www.knowlege.in/পাতায় চোখ রাখুন

THANK YOU☝☝

 হোয়াটসঅ্যাপে যুক্ত হোন -https://chat.whatsapp.com/Dd4o2E40555F9NnVGXr196
PDF DOWNLOAD করো

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


Post a Comment

0 Comments

Ads Area