-->

Ads Area

নাসার নতুন করে চাঁদে মানব প্রেরণের অভিযান

 নাসার নতুন করে চাঁদে মানব প্রেরণের

অভিযানের অংশ হিসাবে আজ চাঁদে পাড়ি দিতে চলেছে আর্তেমিস ১ আগামী ২০২৪ সালের মধ্যে তিনজন নভশ্চরকে চাঁদের মাটিতে নামাতে যাওয়ার মিশনই হল আর্তেমিস। যে তিনজন নভশ্চর চাঁদের মাটিতে পারাখবে তাঁদের মধ্যে একজন থাকবেন মহিলা ও একজন অশ্বেতাঙ্গ ব্যক্তি তাঁরা নামবেন চাঁদের দক্ষিণ মেরুতে। সেখানেই গড়ে তোলা হবে 'বেস ক্যাম্প' Hom

আর্তেমিস ১


আর্তেমিস চূড়ান্ত মিশনের আগে নাসা দুটি পরীক্ষামূলক মিশন চালাবে

সেগুলি হল আর্তেমিস ১ ও আর্তেমিস ২। আজ শুরু হতে চলেছে আর্তেমিস ১ মিশন। আজ
ভারতীয় সময় সন্ধ্যে ৬টা ৩ মিনিট থেকে ৮টা ৩ মিনিটের মধ্যে ফ্লরিডার কেনেডি স্পেস
সেন্টারের ৩৯বি লঞ্চপ্যাড থেকে রওনা দেবে আর্তেমিস ১। এই মিশনের আওতায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট, স্পেস লঞ্চ সিস্টেম রকেট করে ওরিয়ন নামক একটি মহাকাশযান রওনা দেবে চাঁদের উদ্দেশ্যে।

আর্তেমিস ১


এই মহাকাশ যান করেই পরবর্তীকালে তিনজন মহাকাশচারী চাঁদের মাটিতে পা রাখবেন। আর্তেমিস ১ মিশনের লক্ষ্য হল মহাকাশচারীদের জন্য লাইফ সাপোর্ট সিস্টেম ঠিকঠাক ভাবে কাজ করবে কিনা তা খতিয়ে দেখা।

৪২ দিন পর আর্তেমিস ১ আবার পৃথিবীতে ফিরে আসবে।গ্রিক পুরাণ অনুযায়ী, চাঁদের দেবী আর্তেমিস। অ্যাপলোর যমজ বোন। যেহেতু নাসার প্রথম চন্দ্র অভিযান (১৯৬৯) মিশনের নাম ছিল অ্যাপলো ১১।

তাই এই মিশনের নাম দেওয়া হয়েছে আর্তেমিস। এখনও পর্যন্ত চাঁদে ১২জন মানব চাঁদে পা রেখেছে।


শেষ মিশন ছিল অ্যাপলো১৭; ১৯৭২ সালে।




Post a Comment

0 Comments

Ads Area